Monday 20 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গুজব ছড়ানোর অভিযোগে ৩ যুবক গ্রেফতার


২১ ডিসেম্বর ২০১৮ ১৬:১২ | আপডেট: ২১ ডিসেম্বর ২০১৮ ১৬:২১

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রবিরোধী উসকানিমূলক অপপ্রচার, মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে গুজব ছড়ানোর অভিযোগে ৩ যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-২।

শুক্রবার (২১ ডিসেম্বর) ভোরে রাজধানীর শ্যামলী এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলো- নোয়াখালীর চাটখিল উপজেলার পাইকপাড়া এলাকার কাজী নুরুন্নবীর ছেলে ওয়াহেদুন নবী (৪৭), চুয়াডাঙ্গা সদরের কোটাপাড়া এলাকার মৃত আজিজুল হকের ছেলে আরাফাত হাকিম ওরফে তারুণ্য তামাদি (৩৮), এবং মিরপুরের দক্ষিণ পীরেরবাগ এলাকার মৃত রুস্তম আলীর ছেলে মোহাম্মদ জাবিদ (৪৫)।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ী, পল্টন ও মিরপুর থানায় ডিজিটাল সিকিউরিটি আইন ও আইসিটি অ্যাক্টে মামলা রয়েছে।

র‌্যাব-২ এর কর্মকর্তা মহিউদ্দিন ফারুকী সারাবাংলাকে বলেন, ‘গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। গুজবের বিরুদ্ধে এসব অভিযান অব্যাহত থাকবে।’

সারাবাংলা/এসএইচ/এমও

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর