Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুক্তিযুদ্ধের পক্ষে ভোট চেয়ে রাজপথে সাংবাদিক-সংস্কৃতিকর্মীরা


২১ ডিসেম্বর ২০১৮ ২০:৪৪

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

চট্টগ্রাম ব্যুরো: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুক্তিযুদ্ধের পক্ষের প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানিয়ে প্রচারণা শুরু করেছেন সাংবাদিক ও সংস্কৃতিকর্মীরা।

চট্টগ্রামের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সাংবাদিকরা ‘উন্নয়ন সমৃদ্ধির অদম্য অভিযাত্রায় মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তোল বাংলাদেশ’ স্লোগানে ‘উজ্জীবিত ৭১’ নামে একটি সংগঠনের ব্যানারে রাজপথে নেমেছেন। আর নগরীর বিভিন্ন স্পটে গান-কবিতার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনার প্রার্থীদের পক্ষে ভোট প্রার্থনা করছেন চট্টগ্রামের সর্বস্তরের সংস্কৃতিকর্মীরা।

শুক্রবার (২১ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে ‘উজ্জীবীত ৭১’র উন্নয়ন সমৃদ্ধির অদম্য অভিযাত্রা উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।

উপাচার্য বলেন, ‘দেশে আজ দুটি পক্ষ। একটি বাংলাদেশের পক্ষে, অন্যটি বাংলাদেশের বিপক্ষে। বাংলাদেশের পক্ষ শক্তিটির নেতৃত্বে আছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একসময় বাংলাদেশের নাম দুর্নীতির তালিকায় শীর্ষে থাকত। আর আজ বাংলাদেশ পরিচিত উন্নয়নের রোল মডেল হিসেবে। বাংলাদেশকে যে মানুষটি আবার জাগিয়ে তুলেছেন তিনি শেখ হাসিনা। তিনিই বাংলাদেশকে উন্নয়ন সমৃদ্ধির পথে নিয়ে যাচ্ছেন। এ ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিতে হবে। মুক্তিযুদ্ধের সময়ও সাংবাদিকরা বাংলাদেশের পক্ষে ছিলেন, আজও আছেন।’

বাংলাদেশ পেশাজীবী সমন্বয় পরিষদ চট্টগ্রামের সভাপতি ডা. একিউএম সিরাজুল ইসলাম বলেন, ‘বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক ধারায় থাকবে না-কি পাকিস্তানি সাম্প্রদায়িক ধারায় ফিরে যাবে তা এবার নির্ধারিত হবে। এরকম একটি সময়ে চট্টগ্রামের সাংবাদিকরা নৌকার পক্ষে নেমেছেন। আমরা যদি এবার সিদ্ধান্ত নিতে ভুল করি তাহলে দেশ পিছিয়ে যাবে।’

বিজ্ঞাপন

পরিবেশ গবেষক অধ্যাপক মোহাম্মদ ইদ্রিস আলী বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনা ছিল ক্ষুধামুক্ত-দারিদ্রমুক্ত-উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ। আজ সেই বাংলাদেশেই আমরা আছি। ৪৭ বছরের মধ্যে মাত্র ২১ বছর বাংলাদেশের ধারায় ছিল দেশ। তাতেই আমরা এতদূর এসেছি। এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে।’

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী বলেন, ‘স্পষ্ট করে বলতে চাই, তথাকথিত নিরপেক্ষতার ভান করে ঠুনকো অজুহাত দিয়ে ঘরে বসে থাকার সুযোগ আর নেই। বাংলাদেশ আজ দুই ভাগে বিভক্ত। গণমাধ্যমকর্মীদের অনুরোধ, আপনারা ঘরে বসে থাকবেন না। পথে নামুন, এই অভিযাত্রায় অংশ নিন। দেশের উন্নয়ন অগ্রগতি অব্যাহত রাখার স্বার্থে নৌকায় ভোট দিন।’

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি এজাজ ইউসুফী বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনার সরকার পুরো ৪৭ বছর ক্ষমতায় থাকলে আজ বাংলাদেশের চেহারা পাল্টে যেত। ১০ বছরে যে উন্নতি হয়েছে তা বিশ্বের কাছে অনুকরণীয়। এ কারণে আজ সাংবাদিকরা পথে নেমেছে। আমরা আবারো মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ক্ষমতায় চাই।’

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস বলেন, ‘ত্রিশ লাখ শহীদের রক্ত আর দুই লাখ মা-বোনের সর্বোচ্চ আত্মত্যাগে এ স্বাধীনতা অর্জিত হয়েছে। আমরা আর সেই বাংলাদেশ চাই না যেখানে রাজাকারের গাড়িতে জাতীয় পতাকা উড়বে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা গত ১০ বছরের নেতৃত্বে বাংলাদেশকে উন্নয়নের মহাসড়কে নিয়ে এসেছেন। ৩০ ডিসেম্বর আমরা এই ধারা অব্যাহত রাখতে চাই।’

জ্যেষ্ঠ সাংবাদিক হামিদ উল্লাহ বলেন, ‘বাংলাদেশের শক্তি তরুণরাই। যতদিন এদেশ থেকে পাকিস্তানি চেতনার ধারকরা ধ্বংস হবে না, ততদিন আমরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ক্ষমতায় চাইব। মানুষের কাছে যাব নৌকায় ভোট দেয়ার আহ্বান নিয়ে।’

বিজ্ঞাপন

সাংবাদিক শাহরিয়ার হাসানের সভাপতিত্বে এবং চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য উত্তম সেনগুপ্তের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের অর্থ সম্পাদক দেবদুলাল ভৌমিক, জ্যেষ্ঠ সাংবাদিক বিশ্বজিৎ বড়ুয়া, বিএফইউজের নির্বাহী কমিটির সদস্য আজহার মাহমুদ, সাংবাদিক মিঠুন চৌধুরী, অনুপম শীল, পার্থ প্রতীম বিশ্বাস, আহসান হাবিবুল আলম, চম্পক চক্রবর্তী, শ্রমিক নেতা আবুল হোসেন আবু, সাবেক ছাত্রনেতা হাবিবুর রহমান তারেক প্রমুখ।

অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন শিল্পী নিঝুম, জয়, মৃত্তিকা, আদৃতা, সানন্দা, ডেইজি, রঞ্জন ও শীলা দত্ত। অভিযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে উন্নয়ন অগ্রযাত্রা পর্যন্ত বিভিন্ন বিষয় নিয়ে তৈরি একটি ভিডিও চিত্র দেখানো হয়।

রাজপথে প্রচারণায় সর্বস্তরের সংস্কৃতিকর্মীরা
‘আমার ভোট আমি দেব মুক্তিযুদ্ধের পক্ষে দেব’ এই স্লোগান নিয়ে চট্টগ্রামের সর্বস্তরের সংস্কৃতিকর্মীরা শুক্রবার বিকেলে নগরীর অন্তঃত ১০টি স্পটে গান-কবিতা ও বক্তব্যের মধ্য দিয়ে প্রচারণা চালিয়েছেন।

প্রচারণা শেষে নগরীর চেরাগি পাহাড় মোড়ে সমাবেশ হয়েছে। এতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন চট্টগ্রাম-৯ আসনে আওয়ামী লীগের প্রার্থী মহিবুল হাসান চৌধুরী নওফেল। সংহতি বক্তব্য তিনি বলেন, ‘এদেশের মানুষ সবসময় প্রগতির পক্ষে ছিল। অসম্প্রদায়িক চেতনার পক্ষে ছিল। দেশের উন্নয়নের যাত্রা অব্যাহত রাখার জন্য আবারো এদেশের মানুষ মুক্তিযুদ্ধের সপক্ষের রাজনৈতিক দলকে ক্ষমতায় আসীন করবে।’

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.ইফতেখার উদ্দিন চৌধুরী, নাট্যজন প্রদীপ দেওয়ানজী, সংগীতশিল্পী কল্পনা লালা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের অধ্যাপক কুন্তল বড়ুয়া, আবৃত্তিশিল্পী রাশেদ হাসান, নাট্যজন শেখ শওকত ইকবাল, সুচরিত চৌধুরী টিংকু, শিশু সংগঠক সাজ্জাত হোসেন, আবৃত্তি শিল্পী কংকন দাশ, বিশ্বজিত পাল, নাট্যজন লালন দাশ, শিশু সংগঠক এম শাহাদাৎ নবী খোকা,আবৃত্তি শিল্পী সেলিম রেজা সাগর, সঞ্জয় পাল, স্বপন দাশ,গৌতম চৌধুরী, এটিএম সাইফুর রহমান, মন্জুর মুন্না,হৈমন্তী শুক্লা মল্লিক ও মনিষা ধর।

সমাবেশ শেষে সংস্কৃতিকর্মীরা নগরীর কোতায়ালী মোড়, নিউ মার্কেট, পুরাতন রেল স্টেশন, সিআরবি সাত রাস্তার মোড়, কাজীর দেউড়ী মোড়, প্রেসক্লাবের সামনে সাংস্কৃতিক অনুষ্ঠান করেন। এতে মুক্তিযুদ্ধের পক্ষের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে গনসঙ্গীত ও আবৃত্তি পরিবেশন করা হয়।

সারাবাংলা/আরডি/এমও

বিজ্ঞাপন
সর্বশেষ

কোস্ট গার্ডের নতুন ডিজি জিয়াউল হক
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১১:৩২

সম্পর্কিত খবর