জামায়াত নেতাদের প্রার্থিতা বাতিলের দাবি আ.লীগের
২১ ডিসেম্বর ২০১৮ ২১:২০
।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
ধানের শীষ প্রতীকের জামায়াতে ইসলামীর নেতাদের প্রার্থিতা বাতিলের দাবি জানিয়েছে আওয়ামী লীগ। শুক্রবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সাথে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো চেয়ারম্যান এইচ টি ইমাম। তার সঙ্গে ছিলো ১২ সদস্যের আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল।
এইচ টি ইমাম বলেন, ‘জামায়াতের প্রার্থীরা বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্রে উল্লেখ করেছে। কিন্তু বাংলাদেশ জামায়াতে ইসলামের ওয়েবসাইটে সেই প্রার্থীদের নাম, পদসহ উল্লেখ করা আছে। কাজেই তারা অসত্য তথ্য দিয়েছে। তাই তারা প্রার্থী হিসেবে থাকতে পারে না। আদালতও নির্বাচন কমিশনের কাছে এ বিষয়ে ব্যাখ্যা চেয়েছে। তাই আমরা নির্বাচন কমিশনের কাছে জামায়াতে সদস্য যারা ধানের শীষে প্রার্থী হয়েছেন তাদের প্রার্থিতা বাতিলের দাবি জানিয়েছে।’
তিনি বলেন, ‘বিএনপি তাদের নির্বাচনি পোস্টারে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক জিয়ার ছবি ব্যবহার করছে। যেখানে নির্বাচনি আচরণ বিধি লঙ্ঘন হবে বলে আওয়ামী লীগের প্রার্থীরা বঙ্গবন্ধুর ছবিও ব্যবহার করছে না।’
তিনি আরও বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দণ্ডপ্রাপ্ত আসামি। তাই বিএনপির নির্বাচনি পোস্টারে যেন তার ছবি ব্যবহার না করতে দেওয়া হয় তাও আমরা ইসিকে জানিয়েছে।’
এছাড়া, চারটি নির্বাচন পর্যবেক্ষক সংগঠনকে নির্বাচন পর্যবেক্ষণের অনুমতি না দেওয়ার জন্যও ইসির প্রতি আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ। এই চারটি সংগঠন হলো, খান ফাউন্ডেশন, ডেমোক্রেসি ওয়াচ, লাইট হাউজ এবং মানবাধিকার সমন্বয় পরিষদ।
এইচটি ইমাম বলেন, ‘খান ফাউন্ডেশন বিএনপির নেতা মঈন খানের, শফিক রহমানের স্ত্রী তালেয়া রহমান পরিচালনা করেন ডেমোক্রেসি ওয়াচ, লাইট হাউজের প্রতিষ্ঠাতা তারেক রহমান নিজে। যেটি বগুড়া থেকে পরিচালনা করা হয়। এছাড়া, অধিকারের আদিলুর রহমানের সংগঠন মানবাধিকার সমন্বয় পরিষদ। এসব সংগঠন বিএনপিপন্থি হওয়ায় তাদের পক্ষে নিরপেক্ষভাবে পর্যবেক্ষণ করা সম্ভব নয়।’
এইচটি ইমাম বলেন আরও বলেন, ‘বিএনপি নেতা মওদুদ আহমেদ লাঠির মধ্যে ধানের শীষ বেঁধে মাঠে থাকার জন্য বিএনপির নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন। লাঠি একটি দেশীয় অস্ত্র। তাই আমরা এ ব্যাপারেও সিদ্ধান্ত নিতে নির্বাচন কমিশনকে জানিয়েছি।’
বিভিন্ন থানার ওসিরা নৌকার পক্ষে জনগণের কাছে ভোট চাচ্ছেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচন কমিশনের অধীনে। কমিশন কয়েকজন ওসিকে এ সংক্রান্ত ঘটনায় বদলিও করেছে। আমাদের এ বিষয়ে কিছু কিছু বলার নেই।’
নির্বাচন কমিশনার মাহবুব তলুকদার লেভেল প্লেয়িং ফিল্ড নেই বলে যে মন্তব্য করেছেন তাতে ভোটারদের মধ্যে প্রতিক্রিয়া তৈরি হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে দ্বিমত জানিয়ে এইচ টি ইমাম বলেন, ‘কমিশনারদের মধ্যে কারো ভিন্নমত থাকলে সেটা খুবই স্বাভাবিক ও গণতান্ত্রিক প্রক্রিয়া। সংখ্যাগরিষ্ঠের মতামতের ওপর নির্ভর করে সিদ্ধান্ত নেওয়া হয়।’
আওয়ামী লীগের পক্ষে বিএনপির বিপক্ষে প্রচারণা চলাতো এমন কিছু অ্যাকাউন্ট ফেসবুকের বন্ধ করা প্রসঙ্গে, আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য বিপ্লব বড়ুয়া জানান, ফেসবুকের অপব্যবহার শিকার হয়েছে সবচেয়ে বেশি আওয়ামী লীগ। ফেসবুকের কর্মকাণ্ড নিয়ে বর্হিবিশ্বে সমালোচনা রয়েছে।
নির্বাচনি প্রচারণায় সারাদেশে বিএনপি নেতাকর্মীরা আওয়ামী লীগের কর্মীদের ওপর হামলা করছে বলেও এসময় অভিযোগ করে প্রতিনিধি দলটি। এইচটি ইমাম বলেন, বিএনপি আচরণ বিধি লঙ্ঘন করছে, আওয়ামী লীগ করছে না।
সারাবাংলা/জিএস/এনএইচ