Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাইকোর্ট মাজারের ১২টি সিন্দুকের টাকা চুরি, আটক ২


২৩ ডিসেম্বর ২০১৮ ১৪:০৪

।। সিনিয়র করেসপন্ডেন্ট।।

ঢাকা: হাইকোর্টের মাজার মসজিদের পেছনের দিকের দরজা-জানালার গ্রিল কেটে ভেতরে থাকা ১২টি সিন্দুকের টাকা-পয়সা নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিরাপত্তারক্ষী আব্দুল মোতালিব (৪০) ও আব্দুর রাজ্জাককে (৪০) আটক করেছে পুলিশ।

শনিবার (২২ ডিসেম্বর) রাতে সিন্দুকের টাকা চুরির ঘটনা ঘটে বলে জানিয়েছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান।

ওসি জানান, শনিবার নিরাপত্তারক্ষীরা ওজু করতে গেলে দেখতে পান মাজারের পেছনের জানালার গ্রিল ও তালা কাটা। পরে তারা পুলিশকে বিষয়টি জানায়। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে।

সরজমিনে দেখা গেছে, হাইকোট মাজারে রাখা আটটি, মসজিদের দুইটি ও মাদরাসার দুইটা সিন্দুক ভেঙে দুর্বৃত্তরা টাকা-পয়সা নিয়ে গেছে। মাজারের পেছনের দেওয়ালের গ্রিল কাটা রয়েছে। সেখানে থাকা দুইটি কলাপসিবল গেইটও তারা কেটে ফেলছে। সেখানে থাকা বিভিন্ন ভল্টের ভাঙা অংশ পড়ে আছে।

নিরাপত্তারক্ষী আব্দুল মোতালেব জানান, তিনি ১৬ বছর ধরে মাজারের সিন্দুকের দায়িত্ব পালন করছেন। তার বাড়ি ফেনী জেলায়। তার জীবনে এমন চুরির ঘটনা ঘটেনি।

নিরাপত্তারক্ষী আব্দুল রাজ্জাকও গত ১০ বছর হাইকোর্ট মাজারের সিন্দুকের নিরাপত্তার দায়িত্বে আছেন।

তিনি জানান, দুই-তিন মাস পর পর মাজারের ওই সিন্দুকগুলো খোলা হয়। ভল্টগুলো খোলার সময় মাজার কমিটির সভাপতি ও হাইকোর্টের একজন সাবেক বিচারপতি উপস্থিত থাকেন। সিন্দুকগুলোতে কখনো তিন চার লাখ টাকা পাওয়া যায়।

সেই অনুযায়ী ১২টি ভল্টে প্রায় ৩০ লাখ টাকা থাকতে পারে বলে ধারণা করছেন আব্দুল রাজ্জাক।

সারাবাংলা/ইউজে/এমএইচ/একে

বিজ্ঞাপন

চুরি মাজার হাইকোর্ট

বিজ্ঞাপন

আদানি গ্রুপের নতুন সংকট
২২ নভেম্বর ২০২৪ ১৫:৩৬

নতুন ইসির শপথ রোববার দুপুরে
২২ নভেম্বর ২০২৪ ১৪:২৩

আরো

সম্পর্কিত খবর