যারা দানব তাদের ভোট দেবেন না: শেখ হাসিনা
২৩ ডিসেম্বর ২০১৮ ১৬:২৫
।। সিনিয়র করেসপন্ডেন্ট।।
ঢাকা: যারা মানুষ পুড়িয়ে মারে তারা দানব। তাই তাদের ভোট না দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শেখ হাসিনা বলেন, ‘বিএনপি-জামায়াত সবসময় ষড়যন্ত্র করেছে। ২০১৪ সালের নির্বাচন বানচাল করার জন্য তারা মানুষ পুড়িয়ে মেরেছে। আপনারা ওই দানবদের ভোট দিবেন না।’
রংপুরের পীরগঞ্জে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় রোববার (২৩ ডিসেম্বর) তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, ‘তারা ক্ষমতায় আসা মানে গুম-খুনের রাজনীতি বেড়ে যাওয়া। তারা মানুষের ভাগ্য উন্নয়ন নয় মানুষের জীবন নিতে পারে। আর অন্যদিকে আওয়ামী লীগ ক্ষমতায় এলে জনগণের ভাগ্যের পরিবর্তন হয়।’
আরও পড়ুন: নৌকায় ভোট দিয়ে আবার দেশসেবা করার সুযোগ দিন
এর আগে রংপুরের তারাগঞ্জে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আহসানুল হক চৌধুরী ডিউকের পক্ষে নৌকা মার্কায় ভোট চান শেখ হাসিনা।
ডিউককে পরিচয় করিয়ে দিয়ে তিনি বলেন, ‘আপনাদের কাছে ডিউককে তুলে দিয়ে গেলাম। নৌকা মার্কায় ভোট দিয়ে আপনারা তাদের জয়ী করবেন এটাই আপনাদের কাছে আমার চাওয়া।’
আরও পড়ুন- নৌকায় ভোট দিন, উন্নয়নের সঙ্গে থাকুন: শেখ হাসিনা
প্রধানমন্ত্রী বলেন, সাধারণ মানুষেরা যেন ভালো থাকে এটাই আওয়ামী লীগের মূল লক্ষ্য। আমরা ছেলে-মেয়েদের লেখাপড়া ও যুব সমাজের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করেছি। এ ছাড়া বিভিন্ন মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের ট্রেনিং দিয়ে দিচ্ছি যাতে সহজেই জীবিকা নির্বাহ করতে পারে। কর্মসংস্থান ব্যাংক থেকে বিনা জামানতে দুই লাখ টাকা মাত্র দুই পার্সেন্ট সার্ভিস চার্জে ঋণের সুযোগ করে দিয়েছি।’
তিনি আরও বলেন, ‘কৃষকরা ১০ টাকায় ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারে। ভর্তুকির টাকা ব্যাংকে চলে যাচ্ছে। কৃষকদের উপকারভোগী কার্ড দিয়েছি। এই কার্ড দিয়ে স্বল্পমূল্যে কৃষি উপকরণ কিনতে পারে। সার-বীজ সব সহজলভ্য করে দিয়েছি। কৃষক যাতে তার উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পান তার ব্যবস্থাও করে দিয়েছি। দেশকে আমরা উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাচ্ছি। একটি বাড়ি একটি খামার করে দিয়েছি। কোনোদিন যাতে খাদ্য নিরাপত্তায় ঘাটতি না হয়, মঙ্গা না হয় সে জন্যই একটি বাড়ি একটি খামার প্রকল্প করে দিয়েছি।’
আরও পড়ুন: তারাগঞ্জে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
একাদশ জাতীয় নির্বাচনে প্রচারণার অংশ হিসেবে দুপুরে রংপুরের তারাগঞ্জে জনসভাস্থলে পৌঁছান আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে রোববার (২৩ ডিসেম্বর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সৈয়দপুরে পৌঁছান তিনি। সেখান থেকে গাড়িতে করে রংপুরের তারাগঞ্জ যান তিনি।
দুপুরে তারাগঞ্জের জনসভা শেষে বিকেলে বিকেলে পীরগঞ্জে জনসভায় যোগ দেন শেখ হাসিনা।
রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে এবার নির্বাচন করছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। ওই আসন থেকে শেখ হাসিনা একাধিকবার নির্বাচন করলেও এবার শিরীন শারমিন চৌধুরীকে আসনটি ছেড়ে দিয়েছেন প্রধানমন্ত্রী।
সারাবাংলা/একে