ঢাবির টিএসসিতে হামলা, আহত ১০ শিক্ষার্থী
২৩ ডিসেম্বর ২০১৮ ১৯:২৫
।। ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট।।
ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ‘নিরাপদ বাংলাদেশ চাই’ ব্যানারে কর্মসূচি পালন করতে এসে মারধরের শিকার হয়েছেন কয়েকজন শিক্ষার্থী। তাদের মধ্যে কোটা সংস্কার আন্দোলনে সক্রিয় কয়েকজন নেতাও আছেন। আহতদের অভিযোগ, ছাত্রলীগ তাদের ওপর হামলা চালিয়েছে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিষয়টি অস্বীকার করেছেন।
রোববার (২৩ ডিসেম্বর) দুপুর আড়াইটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) ভেতরে হামলার ঘটনা।
ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিরাপদ বাংলাদেশ চাই কর্মসূচি পালনের আগে দুপুর আড়াইটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) খেতে বসলে কোটা সংস্কার আন্দোলনসহ কয়েকজন ছাত্রের ওপর ২০-২৫ জন ছাত্রলীগ নেতাকর্মী অতর্কিতভাবে হামলা করে। এতে বাংলাদেশ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক মোল্লা বিন ইয়ামিন, জসিম উদ্দিন আকাশ, সোহরাব হোসেনসহ আট-দশজন আহত হয়। ভুক্তভোগীরা ছাত্রলীগ এই হামলা চালিয়েছে অভিযোগ করলেও কারো পরিচয় দিতে পারেনি।
জানা যায়, হামলাকারীরা মারধরের সময় টিএসসির গেট আটকে দেয়। তাদের মারধরে সোহরাব হাসানের নাক ফেটে রক্ত বের হয়। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এছাড়াও জসিম উদ্দিন আকাশ, জালাল আহমেদসহ অন্য আহতরা ঢাকা মেডিকেল কলেজে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
এ বিষয়ে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক ফাহিম রহমান খান পাঠান সাংবাদিকদের বলেন, আমরা কয়েকজন টিএসসি প্রাঙ্গণে আড্ডা শেষে টিএসসি ক্যাফেটেরিয়াতে খাবার নিয়ে খেতে বসি। তখন আমাদের ওপর ছাত্রলীগের বিভিন্ন হলের পদধারী নেতাসহ প্রায় ৮০/৯০ জন নৃশংসভাবে হামলা করে। এতে কয়েকজন গুরুতর আহত হয়েছে।
তবে এ বিষয়ে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন সারাবাংলাকে বলেন, তাদের কোনো কর্মী এমন কাজে জড়িত না।
তিনি আরও বলেন, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ চাকরির প্রস্তুতি না নিয়ে নিজেদের স্বার্থে দোকান খুলে বসেছে। নিজেদের ব্যক্তিগত রাজনৈতিক কাজে প্লাটফর্মকে ব্যবহার করছে। এর এটা ছাত্রদলের বয়স্ক নেতা ও শিবিরের নেতাকর্মীদের আশ্রয়স্থল হয়েছে।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক গোলাম রব্বানী সারাবাংলাকে বলেন, আমার কাছে প্রক্টরিয়াল টিমের মাধ্যমে খবর এসেছে কোনো একটি অংশ টিএসসি ব্যবহার করে কিছু একটা করার পাঁয়তারা করছিল। পরে দু গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। আমার কাছে এখনও কেউ কোনো অভিযোগ দেয়নি।
সারাবাংলা/কেকে/একে
কোটা সংস্কার আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয় নিরাপদ বাংলাদেশ হামলা