Monday 20 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জামায়াতের ‘বোমা কারিগর’সহ গ্রেফতার ৩


২৩ ডিসেম্বর ২০১৮ ১৯:২১

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

চট্টগ্রাম ব্যুরো : সংসদ নির্বাচনকে সামনে রেখে নাশকতার পরিকল্পনা নিয়ে কুমিল্লা থেকে চট্টগ্রামে আসা জামায়াত ইসলামীর ‘বোমা কারিগর’সহ তিনজনকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ।

রোববার (২৩ ডিসেম্বর) সকালে তাদের নগরীর হালিশহর থানার এ-ব্লকের বহুরূপী মাঠ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৫০০ গ্রাম বিস্ফোরক ও ৫০০ গ্রাম ধাতব বল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে নগর গোয়েন্দা পুলিশ।

গ্রেফতার তিনজন হলেন- নাজিম উদ্দিন চৌধুরী (৩৮), আবুল বশর সবুজ (৩২) এবং আব্দুল হান্নান (২৭)।

নগর গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল হোসাইন সারাবাংলাকে বলেন, ‘গ্রেফতার হওয়া নাজিম কুমিল্লায় বোমা নাজিম হিসেবে পরিচিত। বোমা তৈরিতে নাজিম খুব দক্ষ। তার বিরুদ্ধে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানায় বিস্ফোরক আইন ও বিশেষ ক্ষমতা আইনে ৪টি মামলা আছে।’

‘জিজ্ঞাসাবাদে নাজিম জানিয়েছে, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাশকতার জন্য কুমিল্লা জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আবু সাঈদের নির্দেশে সে চট্টগ্রামে এসেছিল। চট্টগ্রাম থেকে ২০ কেজি বিস্ফোরক সংগ্রহের পরিকল্পনা ছিল তাদের’, বলেন এই পুলিশ কর্মকর্তা।

গ্রেফতার হওয়া তিনজনের বিরুদ্ধে হালিশহর থানায় বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন এসআই মোজাম্মেল।

সারাবাংলা/আরডি/এমও

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর