নারায়ণগঞ্জ সদর থানার ওসিকে লক্ষ্য করে গুলি, জাপা নেতা আটক
২৫ ডিসেম্বর ২০১৮ ০৩:৩৬ | আপডেট: ২৫ ডিসেম্বর ২০১৮ ১০:১২
।। সিনিয়র করেসপন্ডেন্ট।।
নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ব্যবসায়ী ও জাতীয় পার্টির নেতা আল জয়নালের বিরুদ্ধে সদর মডেল থানার একজন সহকারি উপ পরিদর্শককে (এএসআই) লক্ষ্য করে গুলি ছোঁড়ার অভিযোগ করা হয়েছে। এই ঘটনায় জয়নালকে থানায় আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সোমবার (২৪ ডিসেম্বর) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই তাকে আটক করা হয়েছে বলে সারাবাংলাকে জানিয়েছেন নারায়নগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুল ইসলাম। জয়নালের বিরুদ্ধে নাশকতা ও চাঁদাবাজিসহ তিনটি মামলা রয়েছে বলে জানান কামরুল ইসলাম।
তিনি আরও বলেন, ‘সোমবার রাত ১১টার দিকে জাপা নেতা জয়নাল আবেদীন থানায় তার বৈধ অস্ত্রটি জমা দিতে আসেন। এ সময় ডিউটি অফিসারের রুমে অস্ত্রটি জমা দিতে গিয়ে আমাকে লক্ষ্য করে একটি গুলি ছোঁড়েন। গুলিটি আমার পাশ ঘেঁষে চলে যায় ফলে অল্পের জন্য আমি রক্ষা পাই।’ গুলির ঘটনায় থানায় কেউ আহত না হলেও বড় কোন দুর্ঘটনা ঘটতে পারতো বলে মন্তব্য করেন তিনি।
সারাবাংলা/এজেডকে/আরএফ