Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আন্দামান ও নিকোবরের তিনটি দ্বীপের নাম বদলাবেন মোদি


২৫ ডিসেম্বর ২০১৮ ১৭:০৮

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

ভারতের বিভিন্ন পর্যটন স্পটগুলোর নাম বদলানো হচ্ছে। চলতি বছরই ভারতের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মুঘল আমলের বেশ কয়েকটি শহরের নাম বদল করেন। সে তালিকায় নতুন করে যুক্ত হচ্ছে আন্দামান ও নিকোবরের তিনটি দ্বীপের নতুন নামকরণ। খবর এনডিটিভির।

নাম বদলের পর সেখানকার রোজ আইল্যান্ড এর নতুন নাম হবে নেতাজি সুভাষ চন্দ্র বোস আইল্যান্ড। এছাড়া, নেইল আইল্যান্ডের নাম হবে শহীদ দ্বীপ ও হেভলক আইল্যান্ডের নাম রাখা হয়েছে স্বরাজ দ্বীপ।

উল্লেখ্য, ২০১৭ সালে বিজেপির এক নেতা রাজ্যসভায় এ সংক্রান্ত প্রস্তাব তুলেছিলেন।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দ্বীপ তিনটির নাম বদলানো সব আয়োজন সম্পন্ন করা হয়েছে। আগামী ৩০ ডিসেম্বর নরেন্দ্র মোদির পোর্ট ব্লেয়ারে পরিদর্শনকালে নামগুলো ঘোষণা করা হবে। ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রবাদ পুরুষ নেতাজী সুভাষ বোসের ‘আজাদ হিন্দ’ ঘোষণার ৭৫ তম বার্ষিকী উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মোদির সফরে তার সঙ্গে থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। তারা দুজন সেখানে ১৫০ মিটার লম্বা ভারতের জাতীয় পতাকা উত্তোলন করবেন।

সারাবাংলা/এনএইচ

আন্দামান ও নিকোবর