বিদেশির শরীরে ১১ কেজি সোনা!
১৩ জানুয়ারি ২০১৮ ১২:৪০ | আপডেট: ১৭ মার্চ ২০১৮ ১৯:০৩
স্টাফ করেসপন্ডেন্ট
ঢাকা : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জাপানের এক নাগরিকের কাছ থেকে ১১ কেজি স্বর্ণ জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউজের প্রিভেন্টিভ টিম। উদ্ধার হওয়া স্বর্ণের মূল্য ৫ কোটি টাকা।
ঢাকা কাস্টমস হাউজের সহকারী কমিশনার সাইদুল ইসলাম সারাবাংলাকে জানান, সিঙ্গাপুর থেকে রিজেন্ট এয়ারওয়েজের আরএক্স-৭৮৫ ফ্লাইটে শুক্রবার রাতে জাপানের নাগরিক কংগো শিবাজা বিমানবন্দরে পৌঁছান। গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় সন্দেহ হলে তার শরীর তল্লাশি করা হয়। এ সময় তার শরীরের বিভিন্ন স্থান থেকে ১১টি স্বর্ণের বার জব্দ করা হয়, যার প্রত্যেকটির ওজন এক কেজি করে।
জাপানের ওই নাগরিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে জানান ঢাকা কাস্টম হাউজের ওই কমিশনার।
সারাবাংলা/এসআর/টিএম/একে