Monday 20 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হামলায় রক্তাক্ত গয়েশ্বর


২৫ ডিসেম্বর ২০১৮ ১৯:৪০ | আপডেট: ২৫ ডিসেম্বর ২০১৮ ২০:৩০

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: নির্বাচনি গণসংযোগের সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ২০ থেকে ২৫ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৫ ডিসেম্বর) রাজধানীর কেরানীগঞ্জের চুনকুটিয়ার চৌরাস্তায় নির্বাচনি গণসংযোগের সময় তার ওপর এ হামলা হয়।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী হামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার সন্ধ্যায় ধানের শীষের প্রচারণায় ঢাকা-৩ আসনের চুনকুটিয়া চৌরাস্তাএলাকায় কর্মী-সমর্থকদের নিয়ে বের হন ওই আসনে ধানের শীষের প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায়। প্রচারণা চালানোর সময় তার ওপর লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে একদল সন্ত্রাসী হামলা চালায়। এতে গয়েশ্বর চন্দ্রসহ তার বিপুলসংখ্যক কর্মী-সমর্থক আহত হয়েছেন।

রিজভী জানান, আহত অবস্থায় গয়েশ্বরকে রাজধানীর বিজয়নগরে ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সারাবাংলা/এজেড/টিআর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর