Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচনে মোটরসাইকেল ব্যবহারের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন


২৬ ডিসেম্বর ২০১৮ ০৪:১৪

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

কুড়িগ্রাম: কুড়িগ্রাম জেলার বিচ্ছিন্ন চরাঞ্চল ও প্রত্যন্ত এলাকার নির্বিঘ্নে ও দ্রুত ভোটের খবর সংগ্রহ করতে মোটরসাইকেল ব্যবহারের অনুমতি চেয়ে মানববন্ধন করেছেন গণমাধ্যমকর্মীরা। এই জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীরা এই মানববন্ধন আয়োজন করেন।

মঙ্গলবার (২৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে কুড়িগ্রাম-চিলমারী সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে মফস্বল এলাকার সাংবাদিকদের মোটরসাইকেল চালানোর অনুমতি প্রদানের জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ জানানো হয়।

এসময় বক্তব্য রাখেন বিটিভির জেলা প্রতিনিধি এড. আহসান হাবীব নীলু, একুশে টেলিভিশন’র আতাউর রহমান বিপ্লব, প্রথম আলোর সফি খান, ইনডিপেন্টেন্ড’র প্রতিনিধি আব্দুল খালেক ফারুক, এনটিভি’র হাসিবুর রহমান হাসিব, একাত্তর টেলিভিশনের রাজু মোস্তাফিজ, নিউজ টোয়েন্টিফোরের হুমায়ুন কবির সূর্য্য, যমুনা টিভি’র নাজমুল হোসেন প্রমুখ।

সারাবাংলা/আরএফ 

একাদশ জাতীয় সংসদ নির্বাচন কুড়িগ্রাম নির্বাচন কমিশন (ইসি)

বিজ্ঞাপন
সর্বশেষ

দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১০:৫০

সম্পর্কিত খবর