রাজশাহীতে নৌকার প্রচারণায় পরিত্যক্ত টিয়ারসেল বিস্ফোরণ
২৬ ডিসেম্বর ২০১৮ ১৬:৩১
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
রাজশাহী: রাজশাহীতে নৌকার প্রচারণায় পরিত্যক্ত টিয়ারসেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (২৬ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে মহানগরীর বুলনপুর পদ্মার পাড়ে বর্তমান এমপি ফজলে হেসেন বাদশার স্ত্রী তসলিমা খাতুনের গণসংযোগস্থলে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
আরও পড়ুন: মাদক-সন্ত্রাসের বিরুদ্ধে রাজশাহীর তরুণ ভোটাররা
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার (২৬ ডিসেম্বর) সকাল থেকে মহানগরীর বুলনপুর এলাকায় গণসংযোগ শুরু করেন ফজলে তসলিমা খাতুন। দুপুর দেড়টার দিকে বটতলা এলাকায় তিনি যখন পৌঁছান, তখন স্থানীয় আরাফাত ও হাবিবুর নামের দুই যুবক দুটি পরিত্যক্ত টিয়ারসেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় । এতে গণসংযোগকারী তসলিমা খাতুনসহ অন্যরা অসুস্থ হয়ে পড়েন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে সুস্থ হয়ে ফজলে হোসেন বাদশার স্ত্রী আবারো প্রচারণা শুরু করেন বলে জানিয়েছন তসলিমা খাতুনের সহকারী সাখাওয়াত সাদী।
রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আলামত সংগ্রহ করেছেন। এ নিয়ে তারা আইনগত ব্যবস্থা নেবেন।
সারাবাংলা/এমএইচ
আরও পড়ুন
রাজশাহীতে ভোটের প্রচারণায় শুধু উন্নয়নের ফিরিস্তি