Monday 20 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইউটিউবে সশস্ত্র বাহিনী-পুলিশ সম্পর্কে অপপ্রচার, যুবক আটক


২৭ ডিসেম্বর ২০১৮ ২০:১৩

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা: বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও বাংলাদেশ পুলিশ সম্পর্কে ইউটিউবে মিথ্যা তথ্য প্রকাশ ও অপপ্রচার চালানোর অভিযোগে জিয়াউর রহমান (২৭) নামে এক যুবককে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাইবার সিকিউরিটি বিভাগ। এ সময় তার মোবাইল ফোন, সিম ও ল্যাপটপ জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) বিকেলে ডিএমপির গণমাধ্যম শাখার উপকমিশনার মাসুদুর রহমান সারাবাংলাকে এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, একটি ইউটিউব চ্যানেলে বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও পুলিশ নিয়ে মিথ্যা তথ্য প্রকাশ ও অপপ্রচার চালানো হচ্ছিল। বিষয়টি টের পেয়ে ডিএমপি’র সাইবার সিকিউরিটি বিভাগ তদন্ত শুরু করে। এরপর সব তথ্য যাচাই-বাছাই করে বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে নোয়াখালীর সেনবাগ থানা এলাকায় অভিযান চালিয়ে জিয়াউর রহমানকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, উদ্দেশ্য প্রণোদিতভাবে জিয়াউর রহমান তার ইউটিউব চ্যানেলে সশস্ত্র বাহিনীর দ্বারা পুলিশ পেটানোর মিথ্যা ভিডিও আপলোড করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করে। আসলে ওই ভিডিওটি ছিল বাংলাদেশ নেভির একটি বিশেষ প্রশিক্ষণের অংশ। জিয়াউর রহমান সেটি কৌশলে এডিট করে বিভ্রান্তিকর তথ্য দিচ্ছিল।

সারাবাংলা/ইউজে/এটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর