নাশকতার আশঙ্কায় রোহিঙ্গা ক্যাম্প সিলগালা
২৯ ডিসেম্বর ২০১৮ ১৪:৩১
।। ওমর ফারুক হিরু, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
নির্বাচনে রোহিঙ্গাদের নাশকতার কাজে ব্যবহার করা হতে পারে এমন আশঙ্কায় রোহিঙ্গা ক্যাম্পগুলো সিলগালা করে দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী শনিবার (২৯ ডিসেম্বর) থেকে সোমবার (৩১ ডিসেম্বর) এই তিনদিন কোন রোহিঙ্গাকে ক্যাম্প থেকে বের হতে না দেওয়ার নির্দেশনা জারি রয়েছে। পাশাপাশি কাউকে ক্যাম্পে প্রবেশও করতে দেওয়া হচ্ছে না।
এই সিদ্ধান্ত কার্যকরে সর্তক রয়েছে ক্যাম্পে মোতায়েন করা আনসার, পুলিশ, র্যাব, বিজিবিসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. আবুল কালাম জানান, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত আন্তর্জাতিক সহযোগী সংস্থাসহ সকল সংস্থার কর্মকর্তাদের বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। এছাড়া ক্যাম্পের মাঝিদেরও জানিয়ে দেওয়া হয়েছে বিষয়টি। স্বাস্থ্যসেবা ও ফায়ার-সার্ভিসের মত অতি-জরুরি প্রয়োজন ছাড়া ২৯, ৩০, ৩১ তারিখ ক্যাম্পের ভিতরে কেউ প্রবেশ করতে পারবেন না ও বাহিরেও কাউকে যেতে দেওয়া হবে না।
অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইকবাল হোসাইন জানান, নির্বাচনে রোহিঙ্গারা যেন নাশকতায় জড়াতে না পারে সেই জন্য নিরাপত্তার চাদরে ঢাকা হয়েছে রোহিঙ্গা ক্যাম্পগুলো। ক্যাম্পের চারপাশে ৯টি পয়েন্টে ও সড়কে ৩টি গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে। ক্যাম্পের ভিতরে রাস্তায় ৮টি টহল টিমের পাশাপাশি সেনাবাহিনী, আনসার, ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল টিম পরিচালিত হচ্ছে।
উল্লেখ্য মিয়ানমারের সেনাদের নির্যাতন থেকে বাঁচতে বাংলাদেশে আশ্রয় নেয়া প্রায় ১১ লাখ রোহিঙ্গা উখিয়া ও টেকনাফের ছোট বড় ৩০টি ক্যাম্পে আশ্রয় নিয়েছে।
সারাবাংলা/এনএইচ