Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাতকানিয়ায় জামায়াতের কেন্দ্র দখলের চেষ্টা, আ.লীগ কর্মী গুলিবিদ্ধ


৩০ ডিসেম্বর ২০১৮ ১৩:২৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া-লোহাগাড়া আসনে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা বিভিন্ন ভোটকেন্দ্র দখলের চেষ্টা করছে বলে অভিযোগ পাওয়া গেছে। সাতকানিয়ায় একটি কেন্দ্র দখল করতে গিয়ে জামায়াতের হামলায় একজন গুলিবিদ্ধ হওয়ার পর ওই কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ করে দেওয়া হয়েছে।

রোববার (৩০ ডিসেম্বর) পৌনে ১২টার দিকে সাতকানিয়া উপজেলার পূর্ব ছদহা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটেছে।

গুলিবিদ্ধ আবদুর রহমান আওয়ামী লীগের কর্মী বলে স্থানীয়রা দাবি করেছেন।

চট্টগ্রামের ১৬টি আসনের মধ্যে বিএনপির নেতৃত্বাধীন ঐক্যফ্রন্টের পক্ষ থেকে শুধুমাত্র চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনটি জামায়াতকে দেওয়া হয়েছে। এই আসনের ধানের শীষ প্রতীকে লড়ছেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আ ন ম শামসুল ইসলাম। তার সঙ্গে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতায় আছেন বর্তমান সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভী।

বিজ্ঞাপন

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউল কবির সারাবাংলাকে বলেন, ‘ছদহা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখলের চেষ্টা করেছে জামায়াত-শিবিরের সন্ত্রাসীরা। তারা প্রায় ৫০০ লোক নিয়ে সেটি দখল করতে আসলে আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকরা বাধা দেন। এসময় দুই পক্ষে সংঘর্ষ হয়। আবদুর রহমান নামের একজন গুলিবিদ্ধ হয়েছেন। এরপর সাময়িকভাবে ভোটগ্রহণ বন্ধ করে দেওয়া হয়েছে।’

আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীরা জানিয়েছেন, সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলায় জামায়াত অধ্যুষিত এলাকাগুলোতে সকাল থেকে নিবন্ধন হারানো দলটির বিপুল সংখ্যক নেতা-কর্মী জড়ো করা হয়েছে। তারা সেখানে শুরু থেকেই আধিপত্য বিস্তারের চেষ্টা করছে।

সারাবাংলা/আরডি/এমআই

জামায়াত ভোটকেন্দ্র

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর