Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেড় শতাধিক আসনে ব্যালটে সিল মেরেছে আ.লীগ


৩০ ডিসেম্বর ২০১৮ ১৫:১৩

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: সারাদেশে দেড় শতাধিক আসনে ব্যালট পেপারে সিল মেরে আওয়ামী লীগের নেতাকর্মীরা ব্যালট বাক্স ভর্তি করেছে বলে অভিযোগ করেছে বিএনপি। একইসঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা ২২১ আসন থেকে বিএনপির পোলিং এজেন্টদের বের করে দিয়েছে বলেও অভিযোগ দলটির।

রোববার (৩০ ডিসেম্বর) নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

তিনি বলেন, আমরা আগেই বলেছিলাম, দলীয় সরকারের অধীনে কোনো নিবাচন সুষ্ঠু হয় না। এবারের নির্বাচন সেটাই প্রমাণ করল। ২২১টি আসনের প্রতিটি কেন্দ্র থেকে পোলিং এজেন্টদের মারধর করে বের করে দেওয়া হয়েছে। অনেক জায়গাতে পোলিং এজেন্টকে প্রবেশ করতে দেওয়া হয়নি। এই পরিস্থিতিতে নির্বাচন কমিশনের হস্তক্ষেপ চেয়েছেন তিনি।

এর আগে, বিএনপির পক্ষ থেকে নির্বাচন কমিশনে অভিযোগ করা হয়। প্রেস ব্রিফিংয়ের পর নির্বাচন কমিশনে জমা দেওয়া বিএনপির অভিযোগের কপি তুলে দেওয়া হয় সাংবাদিকদের কাছে।

ইসিকে দেওয়া নজরুল ইসলাম খানের লিখিত চিঠিতে বলা হয়েছে, দেড় শতাধিক আসনে প্রশাসনের সহায়তায় নৌকা র্মাকায় সিল মেরে ব্যালট বাক্স ভর্তি করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, ধানের শীষের এজেন্টদের ভোটকেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। অনেক ভোটকেন্দ্রে বিএনপি ও ঐক্যফ্রন্টের নেতাকর্মীদের নির্বাচনি ক্যাম্প স্থাপন করতে দেওয়া হচ্ছে না। এজেন্টরা ভোট কেন্দ্রে ঢুকতে পারছে না, নৌকা প্রতীকের এজেন্টরা তাদের (বিএনপির এজেন্ট) কাছ থেকে ব্যালট পেপার জোর করে কেড়ে নিচ্ছে। নৌকা প্রতীকে সিল মারছে আওয়ামী লীগের এজেন্টরা। ভয়ভীতি দেখিয়ে ভোটকেন্দ্রে থেকে বের করে দিচ্ছে। কোনো কোনো ভোটকেন্দ্রে শারীরিক নির্যাতন করা হচ্ছে। স্থানীয় প্রশাসন বা পুলিশ প্রশাসনের সহায়তা পাওয়া যাচ্ছে না।

বিজ্ঞাপন

সারাবাংলা/জিএস/টিআর

অনিয়ম বিএনপি ভোটকেন্দ্র

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর