Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজশাহী-৪ আসনে বিএনপি প্রার্থীর ভোট বর্জন


৩০ ডিসেম্বর ২০১৮ ১৫:৪১

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

রাজশাহী: রাজশাহী-৪ (বাগমারা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আবু হেনা ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।

রোববার (৩০ ডিসেম্বর) দুপুরে রাজশাহী মেট্রোপলিটন প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি নির্বাচন বর্জনের ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনের অনিয়মের অভিযোগ ও নির্বাচন স্থগিতের দাবি জানিয়ে তিনি অভিযোগ করেন, তার এলাকায় কেন্দ্র দখল করে জালভোটের উৎসব চলছে। নৌকার সমর্থকরা ধানের শীষের সমর্থকদের কেন্দ্রে ঢুকতে দিচ্ছে না। সাধারণ ভোটারদেরও জান-মালের নিরাপত্তা হুমকির মুখে। আমি ভোটে থাকলে ব্যাপক হানাহানির ঘটনা ঘটবে।

তিনি আরও বলেন, ভোট বর্জনের সিদ্ধান্তের কথা প্রথমে হাইকমান্ডকে জানিয়েছি। সেখান থেকে আমাকে অপেক্ষা করতে বলা হয়। কিন্তু অপেক্ষা করলে বিএনপির নেতা-কর্মী ও সমর্থকরা ভোট দিতে গেলে তাদের প্রাণহানির আশঙ্কা রয়েছে। তাই অপেক্ষা না করে আমি ভোট বর্জনের সিদ্ধান্ত নিয়েছি।

এই আসনটিতে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী প্রকৌশলী এনামুল হক। গত দুই মেয়াদে তিনি ওই আসনটির সংসদ সদস্য।

তাবে আবু হেনা এ আসনে দুইবারের সাবেক সংসদ সদস্য। তত্বাবধায়ক সরকারের আমলে সংস্কারপন্থী হিসেবে পরিচিত এই নেতা দল থেকে বহিষ্কৃত ছিলেন। সম্প্রতি তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে দলীয় মনোনয়ন দেওয়া হয়।

সারাবাংলা/এসএম/এমআই

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর