নারায়ণগঞ্জ-১ আসনে এগিয়ে গোলাম দস্তগীর গাজী
৩০ ডিসেম্বর ২০১৮ ১৭:১৭
।। স্টাফ করেসপন্ডেন্ট।।
ঢাকা: নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে ১২৭টি কেন্দ্রের মধ্যে ৮৩টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। বেসরকারিভাবে ঘোষিত ফলে আওয়ামী লীগের প্রার্থী গোলাম দস্তগীর গাজী এগিয়ে আছেন। এ আসনে মোট ভোটার ৩ লাখ ৪৯ হাজার ৭৯১ জন।
রূপসী কেন্দ্র: নৌকার প্রার্থী গোলাম দস্তগীর গাজী পেয়েছেন ৩ হাজার ১১৩ ভোট। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ধানের শীষের কাজী মনিরুজ্জামান পেয়েছেন ৯৭ ভোট। এছাড়া এই কেন্দ্রে হাতপাখা ৩৩ ভোট, কাস্তে প্রতীক ৪ ভোট পেয়েছে।
কাজীপাড়া কেন্দ্র: নৌকা প্রতীক পেয়েছে ১০৩৯ ভোট, ধানের শীষ পেয়েছে ৬৩৮ ভোট।
রূপসী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র: নৌকা প্রতীকে গোলাম দস্তগীর গাজী পেয়েছেন ২ হাজার ৯৫৪ ভোট। ধানের শীষের প্রার্থী মো. মনিরুজ্জামান পেয়েছেন ৪৭ ভোট।
হাজী একলাস উদ্দিন স্কুল: নৌকা প্রতীক পেয়েছে ১৩৯৯ ভোট, ধানের শীষ ৪৪ ভোট।
লায়ন মোজাম্মেল সেন্টার: নৌকা পেয়েছে ১৮৮০ ভোট, ধানের শীষ পেয়েছে ৯৫ ভোট।
আদর্শ বিদ্যানিকেতন কেন্দ্র: নৌকা পেয়েছে ১৩৩৯ ভোট, ধানের শীষ ২৬৫ ভোট।
কাঞ্চন পৌরসভার বিভিন্ন কেন্দ্র: নৌকা পেয়েছে ২৫৮০৮ ভোট, ধানের শীষ পেয়েছে ১৯১১ ভোট।
ভোলাব ইউনিয়ন কেন্দ্র: নৌকা পেয়েছে ১৮৪১১ ভোট, ধানের শীষ পেয়েছে ১১৫১ ভোট।
দাউদপুর ইউনিয়নের বিভিন্ন কেন্দ্র: নৌকা পেয়েছে ১৯৯৫২ ভোট, ধানের শীষ পেয়েছে ৩০৫২ ভোট।
মাওনা সরকারি প্রাথমিক বিদ্যালয়: নৌকা পেয়েছে ১ হাজার ৯৩৮, ধানের শীষ পেয়েছে ১৪৫ ভোট।
হাজী আয়েত আলী ভূঁইয়া উচ্চ বিদ্যালয়: নৌকা পেয়েছে ২৪১৬ এর বিপরীতে ধানের শীষ পেয়েছে ৮৯ ভোট।
গন্ধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়: নৌকা পেয়েছে ২৯১৭, ধানের শীষ পেয়েছে ৬১ ভোট।
কর্ণগোপ সরকারি প্রাথমিক বিদ্যালয়: নৌকা পেয়েছে ১২৭৪ ভোট, এর বিপরীতে ধানের শীষ পেয়েছে ২২ ভোট।
তারাব ঘাট উপ গবেষণা কেন্দ্র: নৌকা পেয়েছে ২৭৩২ ভোট, ধানের শীষ পেয়েছে ৭৩ ভোট।
তারাব সরকারি প্রাথমিক বিদ্যালয় দক্ষিণ: নৌকা পেয়েছে ১৬৯১ ভোট, ধানের শীষ ১০১ পেয়েছে।
তারাব সরকারি প্রাথমিক বিদ্যালয় (উত্তর): নৌকা পেয়েছে ১৯৬৮, ধানের শীষ পেয়েছে ৭২ ভোট।
গন্ধবপুর উচ্চবিদ্যালয় কেন্দ্র: নৌকা ২৭৩৮, ধানের শীষ পেয়েছে ৪২
ব্রাইটস্টার ইন্টারন্যাশনাল স্কুল কেন্দ্র: নৌকা পেয়েছে ২৩৫৬ ভোট, ধানের শীষ পেয়েছে ২৩৯
দীঘিরবার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র: নৌকা পেয়েছে ২০৪৮ ভোট, ধানের শীষ পেয়েছে ৪১ ভোট।
পাড়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র: নৌকা পেয়েছে ২৩১৫ ভোট, ধানের শীষ পেয়েছে ৫০ ভোট।
তারাব পৌর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র: নৌকা পেয়েছে ১৪৯১ ভোট,ধানের শীষ ১৭৪ ভোট
তারাব পৌর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র: নৌকা পেয়েছে ১৪১৬, ধানের শীষ ১৭৮
নোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র: নৌকা পেয়েছে ১৪০৭ ভোট, ধানের শীষ ২১৮ ভোট
নোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র: নৌকা পেয়েছে ১৩৫৯ ভোট, ধানের শীষ ২৩৭ ভোট
মুগরাকুল মোহাম্মদীয়া দাখিল মাদরাসা কেন্দ্র: নৌকা পেয়েছে ১৮৮৮ ভোট, ধানের শীষ ১০৬ ভোট।
মুগরাকুল মোহাম্মদীয়া দাখিল মাদরাসা কেন্দ্র: নৌকা পেয়েছে ২০৭৭ ভোট, ধানের শীষ ১৭১ ভোট।
দীঘি বরাব সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র: নৌকা পেয়েছে ১৯০৩, ধানের শীষ পেয়েছে ৬৩ ভোট।
টাওয়াস সরকারি প্রাথমিক বিদ্যালয় (পুরুষকেন্দ্র): নৌকা পেয়েছে ১৪১৫ ভোট, ধানের শীষ ১০ ভোট।
টাওয়াস সরকারি প্রাথমিক বিদ্যালয় (নারী কেন্দ্র): নৌকা পেয়েছে ১১৫৬ ভোট, ধানের শীষ পেয়েছে ৭৭ ভোট।
ভোলাব শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় কেন্দ্র: আওয়ামী লীগ পেয়েছে ১৮৪৩ ভোট, বিএনপি পেয়েছে ২২ ভোট।
ভোলাব আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র: আওয়ামী লীগ পেয়েছে ১৫৯৬ ভোট, বিএনপি পেয়েছে
চারিতালুফ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র: নৌকা পেয়েছে ১৬৪১ ভোট, ধানের শীষ পেয়েছে ৩১৪ ভোট।
চারিতালুফ সরকারি প্রাথমিক বিদ্যালয়: নৌকা পেয়েছে ১৭৯৯ ভোট, ধানের শীষ পেয়েছে ১০৯ ভোট।
কে এ ভি আতলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র: নৌকা পেয়েছে ১৯২৩ ভোট, ধানের শীষ পেয়েছে ১২৬ ভোট।
পাইস্যা বামুন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র: আওয়ামী লীগ পেয়েছে ২৩০৪ ভোট, ধানের শীষ পেয়েছে ১৮৩ ভোট।
করাটিয়া পূবের গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র: নৌকা পেয়েছে ২৪৭১ ভোট, ধানের শীষ পেয়েছে ১১৩ ভোট।
গুতুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র: নৌকা পেয়েছে ১২৪৫ ভোট, ধানের শীষ পেয়েছে ২৩৬ ভোট।
মাসাব সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র: (পুরুষ) নৌকা পেয়েছে ১৭২৪, ধানের শীষ পেয়েছে ১৯৯ ভোট।
মাসাব সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র: (নারী) নৌকা পেয়েছে ১৬৬৭ ভোট, ধানের শীষ পেয়েছে ১১১ ভোট।
কান্দাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র: নৌকা পেয়েছে ১১৭১ ভোট, ধানের শীষ পেয়েছে ৬১ ভোট।
বারপা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র উত্তর: নৌকা পেয়েছে ১৯৬৭ ভোট, ধানের শীর্ষ পেয়েছে ৯৪ ভোট।
বারপা সরকারি প্রাথমিক বিদ্যালয় দক্ষিণ: নৌকা পেয়েছে ১৬৫৪ ভোট, ধানের শীষ পেয়েছে ৫৩ ভোট।
হাজী নূরউদ্দিন আহমেদ উচ্চ বিদ্যালয় কেন্দ্র: নৌকা পেয়েছে ১৭৯৬ ভোট, ধানের শীষ পেয়েছে ১১০ ভোট।
কালাদী মাহাজউদ্দিন জামেয়া ইসলামিয়া দাখিল মাদরাসা কেন্দ্র: নৌকা পেয়েছে ১৫২৭ ভোট, ধানের শীষ পেয়েছে ১৩৪ ভোট।
কালাদী মাহাজউদ্দিন জামেয়া ইসলামিয়া ফাজিল মাদরাসা কেন্দ্র: নৌকা পেয়েছে ১৩০৮ ভোট, ধানের শীষ পেয়েছে ২১৪ ভোট।
ভোটের ফল চলমান…
সারাবাংলা/একে