Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে শান্তিপূর্ণ ভোট, ধাক্কাধাক্কিও হয়নি: ডিএমপি


৩০ ডিসেম্বর ২০১৮ ১৭:২০

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজধানীতে কোনো সহিংস ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। জাতীয় নির্বাচনের মতো একটি বড় ইভেন্টে কোথাও একটা ধাক্কাধাক্কির ঘটনাও ঘটেনি। নাগরিকরা তাদের পছন্দের প্রার্থীকে নির্বিঘ্নে ভোট প্রদান করে নিরাপদে বাড়ি ফিরেছে বলে জানিয়েছেন ডিএমপি।

রোববার (৩০ ডিসেম্বর) ভোটগ্রহণ শেষে ডিএমপির গণমাধ্যম শাখার উপ কমিশনার (ডিসি মিডিয়া) মাসুদুর রহমান সারাবাংলাকে এসব তথ্য জানান।

ডিসি মিডিয়া বলেন, ‘ভোটগ্রহণ শুরুর পর থেকে ডিএমপি কমিশনার রাজধানীর অন্তত ১০টি কেন্দ্র পরিদর্শন করেছেন। এর মধ্যে পুরান ঢাকার ইস্ট বেঙ্গল স্কুল অ্যান্ড কলেজ, ওয়ারীর কামরুন নাহার স্কুল অ্যান্ড কলেজ, মিরপুর স্কুল অ্যান্ড কলেজ, ধানমন্ডি স্কুল অ্যান্ড কলেজ, আজিমপুর গার্লস স্কুল অন্যতম।’

এর আগে সকাল পৌনে ১১টার দিকে তেজগাঁও কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া সাংবাদিকদের বলেন, ‘কোথাও বিশৃঙ্খলার ঘটনা নেই। ভোটের পরেও কোনো সমস্যা হবে না। এরপরেও কেউ অপতৎপতা করার চেষ্টা করলে পুলিশ তাদের প্রতিহত করবে। সবাই শান্তিপূর্ণভাবে ভোট প্রদান করছে। বিকেল চারটা পর্যন্ত শান্তিপূর্ণভাবেই সবাই ভোট দিতে পারবে।’

ডিসি মাসুদুর রহমান বলেন, ‘ঢাকা মহানগরীর মিরপুর এলাকায় ভোটার স্লিপ না দেওয়ার কারণে ভোট দিতে কিছুটা বিলম্ব হয়। ঢাকা-৪ আসনে শ্যামপুর মডেল স্কুলে সালাউদ্দিন আহমেদকে মারধর করা হয়েছে এমন অভিযোগ ছাড়া আর কোথাও কিছু ঘটেনি। ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। এমনকি ২০১৪ সালের চেয়েও ভালো পরিবেশ ছিল। এখন ভোট গণনা চলছে। পুলিশ সদস্যরা গতকাল থেকে একটানা কষ্ট করছে। আগামীকাল পর্যন্ত করতে হবে সেই কষ্ট।’ সবকিছু শান্তিপূর্ণভাবেই শেষ হবে বলে আশা প্রকাশ করেন ডিসি।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইউজে/এমও

বিজ্ঞাপন
সর্বশেষ

ইনজুরিতে মৌসুম শেষ রদ্রির
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১০:২৮

সম্পর্কিত খবর