Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিরব থেকে ইসি জ্ঞানপাপীর ভূমিকা পালন করেছে : ইসলামী আন্দোলন


৩০ ডিসেম্বর ২০১৮ ১৮:১৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: সারাদেশে নির্বাচনের নামে কেন্দ্র দখল, ব্যালট পেপারে সিল মারা, কারচুপি, পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া, পুলিশ দিয়ে ভোটার ও প্রার্থীর হামলার ঘটনা ঘটলেও নির্বাচন কমিশন কোনো পদক্ষেপ নেয়নি এমন অভিযোগ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

এই নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছে উল্লেখ করে দলের যুগ্ম মহাসচিব অধ্যাপক এটিএম হেমায়েত উদ্দিন আহমেদ বলেছেন, ‘এক্ষেত্রে নির্বাচন কমিশন জ্ঞানপাপীর ভূমিকা পালন করেছেন, তবে একজন কমিশনার ছাড়া।’

রোববার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টার সংবাদ সম্মেলনে সাংবাদিকদের কাছে তিনি এসব অভিযোগ করেন।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ‘এবারের সংসদ নির্বাচনে হাতপাখা প্রতীক নিয়ে ২৯৮ আসনে নির্বাচনে অংশ নিয়েছিল। কিন্ত সব আসনেই প্রশাসনের প্রত্যক্ষ ও পরোক্ষ সহায়তায় হাতপাখা মার্কার প্রার্থীর ওপর হামলা, এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া ও ভোটারদের কাছ থেকে ব্যালট পেপার কেড়ে নিয়ে নৌকা, লাঙ্গল ও সাইকেল মাকায় ভোট দেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘অধিকাংশ আসনে ভোটারদের ভোট দানে বাধা, পোলিং এজেন্টদের গুম ও পুলিশের অযথা হয়রানি ও গ্রেফতারের ঘটনা ঘটিয়ে নির্বাচনকে চরমভাবে প্রশ্নবিদ্ধ করেছে।’

সংবাদ সম্মেলনে তিনি দেশের প্রায় ২৪ টি আসনে সুনির্দিষ্ট অনিয়ম ও ভোট কারচুপির অভিযোগ তুলে ধরে তিনি বলেন, ‘দেশের নির্বাচনের নামে প্রহসন হয়েছে। এ নির্বাচন জনগণ মেনে নেয়নি। এ অনিয়মের নির্বাচনে জাতি নীরব দর্শকের ভূমিকা পালন করবে না। এ ঘটনায় দেশে গণবিস্ফোরণ ঘটবে।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নির্বাচন মেনে নেওয়া বা প্রত্যাখ্যানের কোন প্রশ্নই আসে না। কারণ দেশে কোনো নির্বাচনই হয়নি।’

এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে নির্বাচন কমিশনের কাছে লিখিত ২৪টি আসনের অনিয়মের সুনির্দিষ্ট অভিযোগ তুলে ধরে অভিযোগ দায়ের করেন তারা।

সারাবাংলা/এজেডকে/জিএস/এমও

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর