জনগণের রায় প্রত্যাখ্যান করার অধিকার কারও নেই : নানক
৩০ ডিসেম্বর ২০১৮ ২২:৪২
।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।
ঢাকা: জনগণের রায় প্রত্যাখ্যান করার অধিকার কারও নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক। ১৯৭০ সালের নির্বাচনের মতো মানুষ জাতীয় জাগরণ সৃষ্টি করেছে এবং অভূতপূর্ব রায় দিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
রোববার (৩০ ডিসেম্বর) রাতে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। ঐক্যফ্রন্ট ভোটের ফলাফল প্রত্যাখ্যান করার জেরে তিনি এ মন্তব্য করেন।
নানক বলেন, ‘বিএনপি-জামায়াত-ঐক্যফ্রন্ট জনগণের কাছে প্রত্যাখিত হয়েছে। ড. কামাল হোসেন নিজেই নির্বাচনে অংশ নেওয়ার মতো সাহস রাখেননি। আমরা মনে করেছিলাম নির্বাচনে যারা জয়ী হবে তাদের অভিনন্দন জানিয়ে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনবেন তারা। কিন্তু তারা সেটা দেখাতে পারেননি।’
এসময় শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশন (ইসি), পুলিশ, বিজিবি, সেনাবাহিনীসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান আওয়ামী লীগের এ নেতা।
সারাবাংলা/এনআর/এমও