ফিলিপাইনে বন্যা ও ভূমিধসে ৭৫ জনের মৃত্যু
১ জানুয়ারি ২০১৯ ১৬:০৫
।। আন্তর্জাতিক ডেস্ক ।।
কয়েক দিনের প্রবল বৃষ্টিপাতের ফলে ফিলিপাইনের উত্তরাঞ্চলে বন্যা ও ভূমিধসে অন্তত ৭৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, নিখোঁজ রয়েছেন আরও ১৬ জন। মঙ্গলবার (১ জানুয়ারি) দেশটির জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থা একথা জানায়। খবর আল-জাজিরার।
সরকারি বরাতে জানানো হয়, দুর্যোগে বিকল অঞ্চলে ৫৯ জন ও পূর্বাঞ্চলীয় ভিসায়াসে ১৩ জন প্রাণ হারিয়েছেন। এছাড়া, ১৩টি প্রদেশে অন্তত ২৫ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
মুখপাত্র এডগার পোসাডাস বলেন, ভূমিধসে অধিকাংশ মানুষের মৃত্যু হয়েছে।
দুর্যোগ প্রশমন সংস্থার কর্মকর্তা রিকার্ডো জালাদ বলেন, যারা পাহাড়ে থাকতেন তারা বন্যা থেকে নিরাপদে থাকলেও ভূমিধস আঘাত হেনেছে।
দুর্যোগপ্রবণ ফিলিপাইনে প্রতি বছর অন্তত ২০টি সাইক্লোন আঘাত হানে। সেপ্টেম্বরে টাইফুন ম্যাংখুতের আঘাতে সেখানে ৮০ জনের মৃত্যু হয়েছিলো।
সারাবাংলা/এনএইচ