Monday 20 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মালিবাগে ২ শ্রমিক নিহতের ঘটনায় মামলা


২ জানুয়ারি ২০১৯ ১১:৪২ | আপডেট: ২ জানুয়ারি ২০১৯ ১২:২০

।। স্টাফ করেসপন্ডেন্ট।।

ঢাকা: মঙ্গলবার রাজধানীর মালিবাগে সুপ্রভাত পরিবহনের চাপায় দুই পোশাক শ্রমিক নাহিদা পারভিন পলি (২০) ও মিম আক্তার (১৪) নিহতের ঘটনায় হাতিরঝিল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামী মোঃ জুনায়েদকে (২৭) প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে।

বুধবার (২ জানুয়ারী) সকালে সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফজলুল করিম। মঙ্গলবার রাতে নিহত পলির মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

ওসি ফজলুল করিম বলেন, বাস দুর্ঘটনায় নিহতের ঘটনায় রাতেই নিহত পলির মা জরিনা বেগম বাদী হয়ে মামলা দায়ের করেছেন। নিহত অপরজন মিমের স্বজনরা এখনও আসেনি। তার নিকট আত্মীয়দের খবর দেয়া হয়েছে। তারা আসলে হয়তো আরও একটা মামলা দায়ের হবে।

মাদলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ফারুক খান সারাবাংলাকে বলেন, বাস দুর্ঘটনায় দুই পোশাক শ্রমিক নিহতের ঘটনায় ২৭৯, ৩০৪(খ) এবং ৩৩৭ দণ্ডবিধিতে মামলা দায়ের করা হয়েছে। যা দ্রুত গতিতে বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে সামান্য আঘাতসহ মানুষকে মেরে ফেলার অপরাধ এবং তাচ্ছিল্যভাবে হত্যাকাণ্ড হিসেবে বিবেচিত হয়।

তিনি আরও বলেন, গ্রেফতারকৃত আসামীকে আদালতে পাঠানো হয়েছে। আদালত অধিকতর জিজ্ঞাসাবাদের প্রয়োজন মনে করলে হয়তো রিমান্ড মঞ্জুর করতে পারেন। তবে, আমরা কোনো রিমান্ডের আবেদন করিনি।

প্রসঙ্গত, গতকাল বিকেলে সদরঘাট থেকে গাজীপুরগামী সুপ্রভাত পরিবহনের ঢাকা মেট্রো-ব-১১-৯৬১৩ নাম্বার বাসটি ডিআইটি সড়কে আবুল হোটেলের সামনে নাহিদা পারভীন পলি (১৯) ও মিম আক্তার (১৩) নামে দুই পোশাক শ্রমিককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মিমের মৃত্যু হয়। উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করা হয় পলিকেও।

বিজ্ঞাপন

নিহত দু’জনেই এমএইচ পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন। পলি নীলফামারীর সৈয়দপুর উপজেলার মৃত ইজাজ আহম্মেদের মেয়ে। আর মিম বগুড়ার গাবতলীর উপজেলার সোনা মিয়ার মেয়ে। দু’জনে মগবাজার পূর্ব নয়াটোলায় একটি রুমে ভাড়ায় থাকতেন।

সারাবাংলা/এসএইচ/জেএএম

মালিবাগে বাস চাপায় দুই শ্রমিক নিহত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর