সংসদে জাতীয় পার্টির ভূমিকা নিয়ে সিদ্ধান্ত কাল
২ জানুয়ারি ২০১৯ ১৪:৪২
।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।
ঢাকা: একাদশ জাতীয় সংসদে জাতীয় পার্টির (জাপা) অবস্থান কী হবে, সে বিষয়ে আগামীকাল বৃহস্পতিবার (৩ জানুয়ারি) সিদ্ধান্ত নেবে দলের পার্লামেন্টারি বোর্ড।
বুধবার (২ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে নির্বাচন পরবর্তী দলের প্রেসিডিয়াম সদস্যদের প্রথম বৈঠক শেষে মহাসচিব মশিউর রহমান রাঙ্গাঁ এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।
আরও পড়ুন- বিরোধী দলে থাকতে চায় জাপা, চায় মন্ত্রিত্বও
এসময় তিনি বলেন, আগামীকাল নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। এরপর নির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে গঠিত দলের পার্লামেন্টারি বোর্ড বৈঠক করে সিদ্ধান্ত নেবে, জাতীয় পার্টি সংসদে কী হিসেবে দায়িত্ব পালন করবে।
রাঙ্গাঁ বলেন, ‘আমরা একসাথে নির্বাচন করেছি। মহাজোটের সঙ্গে একসাথে বসেই বাকি সিদ্ধান্ত নেবো। দেশের স্বার্থে ভবিষ্যতে কিছু করা লাগলে করবো। মহাজোটের সাথে আলোচনার বাইরে কিছু করা হবে না।’
জাতীয় পার্টির কো চেয়ারম্যান জি এম কাদের বলেন, ‘শক্তিশালী বিরোধীদল আমরাও চাই। কিন্তু অবস্থার প্রেক্ষিতে অন্যকিছু ঘটলেও সমস্যা নেই। মহাজোটের সাথে বসে যা কিছু করা দরকার তাই করা হবে।’
নির্বাচন কেমন হয়েছে বা নির্বাচনের সার্বিক পরিস্থিতি কেমন ছিল সে সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘আমার আসনে (লালমনিরহাট-৩) নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে। যেহেতু সমগ্র বাংলাদেশের বাকি আসনগুলোর নির্বাচন আমি সরাসরি দেখিনি সেহেতু মন্তব্য করতে পারবো না।’
নতুন মন্ত্রীসভায় জাতীয় পার্টির কতজনের মন্ত্রীত্ব চান জানতে চাইলে জি এম কাদের বলেন, ‘এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।’
সারাবাংলা/ইউজে/টিআর