ইজতেমা মাঠে সংঘর্ষ: একমাস পর মারা গেলেন আহত মুসল্লি
২ জানুয়ারি ২০১৯ ২৩:১০
।। স্টাফ করেসপন্ডেন্ট।।
ঢাকা: টঙ্গির তুরাগে ইজতেমা ময়দানে দুইপক্ষের সংঘর্ষে আহত এক মুসল্লি চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) মারা গেছেন।
বুধবার (২ জানুয়ারি) রাত ৯টায় তার মৃত্যু হয় বলে জানিয়েছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া।
গত ১ ডিসেম্বর ইজতেমা ময়দানে সংঘর্ষ চলাকালে মাথায় ইট লেগে আহত হয়েছিলেন শামসুদ্দিন বেলাল (৫৫) নামে ওই মুসল্লি। তিনি একমাস ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।
শামসুদ্দিন বেলালের গ্রামের বাড়ি নোয়াখালীর মাইজদী উপজেলার লক্ষ্ণী নারায়ণপুরে। তিনি মাইজদীর ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
এসআই বাচ্চু মিয়া সারাবাংলাকে জানান, শামসুদ্দিন বেলালের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।
সারাবাংলা/এসএসআর/একে