Tuesday 21 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পিপলস লিজিংয়ের সাবেক পরিচালকসহ ৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা


৩ জানুয়ারি ২০১৯ ১৭:১৯ | আপডেট: ৩ জানুয়ারি ২০১৯ ১৭:২০

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা: সাড়ে ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পিপলস লিজিংয়ের সাবেক পরিচালক বিশ্বজিৎ কুমার রায়সহ ৫ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (৩ জানুয়ারি) রাজধানীর নয়াপল্টনে মামলাটি দায়ের করেছেন দুদকের পরিচালক মোহাম্মদ সিরাজুল হক। সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার অন্য চার আসামি হলেন- পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের সাবেক সাবেক নির্বাহী পরিচালক মো. হেলাল উদ্দিন, বিশ্বজিৎ রায়ের স্ত্রী শিল্পী রানী রায়, ভাই ইন্দ্রজিৎ কুমার রায় ও আত্মীয় রণবীর কুমার রায়।

মামলার এজাহারে বলা হয়- আসামিরা অসৎ উদ্দেশে অন্যায়ভাবে লাভবানের জন্য অপরাধজনক বিশ্বাসভঙ্গের মাধ্যমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিয়ামাচার অমান্য করে ঋণ চুক্তিপত্রের শর্ত ভঙ্গ করে পরস্পর যোগসাজশে কোনো জামানত ছাড়াই হিসাব খুলে পিপলস লিজিং থেকে ১০ কোটি ৩৬ লাখ ১৮ হাজার ৬০৭ টাকা আত্মাসাৎ করেছেন। তারা এই অর্থ আত্মসাৎ করে মানিল্ডারিং আইনে অপরাধ করেছেন।

২০০৫ থেকে ২০১৮ সালের মধ্যে জালিয়াতির এ ঘটনা ঘটে।

সারাবাংলা/ইএইচটি/এমও

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর