Tuesday 21 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খোকার এপিএসের বিরুদ্ধে দুদকের মামলা


৩ জানুয়ারি ২০১৯ ১৮:৩৬

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা: দেড় কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার এপিএস মনিরুল ইসলাম খানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই সঙ্গে মামলা হয়েছে মনিরুলের স্ত্রী শাহানাজ ইসলামের বিরুদ্ধেও।

বৃহস্পতিবার (৩ জানুয়ারি) রাজধানীর রমনা থানায় দুদকের সহকারী পরিচালক ফারুক আহমেদ এ মামলা দায়ের করেন। সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

দুদক জানিয়েছে, মনিরুল ইসলাম খানের দাখিলকৃত সম্পদ বিবরণী যাচাইকালে দেখা যায়, তিনি নিজ নামে স্থাবর ও অস্থাবর ১ কোটি ৩০ লাখ ৬২ হাজার ১৪৯ টাকার সম্পদ অর্জন করেছেন। পারিবারিক ব্যয়সহ তার মোট সম্পদ ১ কোটি ৪০ লাখ ১১ হাজার ৪৪৯ টাকা। তিনি রাজনীতির পাশাপাশি ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়রের এপিএস হলেও ব্যবসায়িক আয় প্রদর্শন করেছেন। তার ব্যবসায়িক আয় ২০ লাখ ৮১ হাজার ৫১৯ টাকা। এক্ষেত্রে আয়ের চেয়ে ১ কোটি ১৯ লাখ ২৯ হাজার ৯৩০ টাকার জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ পাওয়া যায়। তিনি এ সম্পদ অর্জনের বিপরীতে আত্মীয়স্বজন ও বন্ধু-বান্ধব এর নিকট হতে ২৮ লাখ ২১ হাজার ৩৯৫ টাকা ঋণ রয়েছে মর্মে দাখিলকৃত সম্পদ বিবরণীতে ঘোষনা দিয়েছেন। তবে এর কোন উপযুক্ত প্রমাণ দেখাতে পারেননি।

মামলার এজহার সূত্রে জানা গেছে, আসামিরা ১ কোটি ৫১ লাখ ৮৭ হাজার ৯৭৩ টাকার জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জন ও ভোগ দখলে রেখে দাখিলকৃত সম্পদ বিবরণীতে ৩৬ লাখ ২১ হাজার ৩৯৫ টাকা ঋণ গ্রহনের মিথ্যা তথ্য প্রদর্শন করে মানিলন্ডারিং আইনে অপরাধ করেছেন।

সারাবাংলা/ইএইচটি/এমও

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর