Tuesday 21 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সড়ক ভবনের কর্মকর্তা আক্তারুজ্জামানের বিরুদ্ধে দুদকের মামলা


৩ জানুয়ারি ২০১৯ ১৯:৩৪

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা: প্রায় ১ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ সড়ক ভবনের কর্মকর্তা কামাল আক্তারুজ্জামানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (৩ জানুয়ারি) রাজধানীর রমনা থানায় দুদকের সহকারী পরিচালক ফারুক আহমেদ এ মামলা দায়ের করেন। সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, তেজগাঁও সড়ক ভবনের কার্যভিত্তিক কার্যসহকারী কামাল আক্তারুজ্জামান ক্ষমতার অপব্যবহার করে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয় বহিভূর্ত ১ কোটি ১৭ লাখ ৬ হাজার ৪৭৬ টাকার সম্পদ অর্জন ও ভোগদখলে রেখে দাখিলকৃত সম্পদ বিবরণীতে ৯৫ লাখ ৬৮ হাজার ৩৩০ টাকার সম্পদ অর্জনের তথ্য গোপন করেন এবং ২৮ লাখ টাকা অতিরিক্ত ঋণ রয়েছে মর্মে মিথ্যা তথ্য প্রদর্শন করায় মানিলন্ডারিং আইনে অপরাধ করেছেন।

সারাবাংলা/ইএইচটি/এমও

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর