Friday 18 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মানিলন্ডারিং মামলায় বিএনপির পরাজিত প্রার্থী অপু গ্রেফতার


৪ জানুয়ারি ২০১৯ ১৮:১০ | আপডেট: ৪ জানুয়ারি ২০১৯ ১৯:০৯

।। স্টাফ করেসপন্ডেন্ট।।

ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে রাজধানীতে ৮ কোটি টাকা উদ্ধার ঘটনায় দায়েরকৃত মানিলন্ডারিং মামলায় শরীয়তপুর-৩ আসনের বিএনপির পরাজিত প্রার্থী মিয়া নুরুদ্দিন অপুকে গ্রেফতার করেছে র‌্যাব। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এপিএস।

শুক্রবার (৪ জানুয়ারি) বিকেল সাড়ে চারটার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতাল থেকে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাব-১ এর অধিনায়ক (সিও) লেঃ কর্ণেল সারোয়ার বিন কাশেম এ তথ্য সারাবাংলাকে নিশ্চিত করেছেন

                                      আরও পড়ুন: ভোটের মাঠে দেড়শ কোটি টাকা, হাওয়া ভবনের সাবেক কর্মীসহ আটক ৩

তিনি সারাবাংলাকে বলেন, গত ২৪ ডিসেম্বর থানায় দায়েরকৃত মানি লন্ডারিং মামলায় ৪ নম্বর আসামি তিনি। তাই, তদন্তে মামলার অভিযোগের সঙ্গে তার সম্পৃক্ত থাকায় সেদিন থেকে র‌্যাব তাকে খুঁজতে থাকে। শুক্রবার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন থাকার খবরে বিকেলে তাকে গ্রেফতার করে র‌্যাব। তবে তিনি সুস্থ হওয়া পর্যন্ত র‌্যাবের তত্ত্বাবধানে হাসপাতালে চিকিৎসাধীন থাকবেন বলেও জানিয়েছেন তিনি। হাসপাতাল থেকে ছাড় পাওয়ার পর তাকে জিজ্ঞাসাবাদ শেষে পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

সারাবাংলা/এসএইচ/জেএএম

গ্রেফতার নুরুদ্দিন বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর