Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আর কত নির্যাতন সহ্য করবো: ফখরুল


৫ জানুয়ারি ২০১৯ ১৭:২০

।। হাবিবুর রহমান ।।

নোয়াখালি থেকে: ‘আর কত নির্যাতন সহ্য করবো, আর কত আমাদের ছেলেদের গুম হতে দেখবো। আর কতদিন খালেদা জিয়াকে জেলে রাখবো’—নেতা-কর্মীদের উদ্দেশে এসব কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (৫ জানুয়ারি) বিকেলে নোয়াখালী জেলা আইনজীবী সমিতির অডিটোরিয়ামে আয়োজিত আইনজীবী ঐক্যফ্রন্ট সমিতির মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ৭১ সালে পাক বাহিনী এদেশের মানুষের ওপর হায়েনার মতো ঝাঁপিয়ে পড়েছিল। ঠিক একই কায়দায় ৩০ তারিখ ঝাঁপিয়ে পড়েছে আওয়ামী লীগ। কেড়ে নেওয়া হয়েছে এদেশের মানুষের অধিকার। আমরা সেদিন তাদের রুখে দাঁড়াতে পারিনি। কারণ আমরা সুশৃঙ্খল নয়।’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘শ্লোগান দিয়ে কিচ্ছু হবে না। যদি কাজ করতে না পারেন। আমরা কী এবার তাদের রুখে দিতে পারি না। আমরা আবার রুখে দাঁড়াবো। যে বোনকে ধর্ষণ করা হয়েছে তার প্রতিশোধ নেবো। আমরা সত্য ও ন্যায়ের ওপর দাঁড়িয়ে আছি। আর আওয়ামী লীগ মিথ্যার ওপর দাঁড়িয়ে আছে। আমাদের হতাশ হওয়ার কিছুই নেই। এবার দেশকে রক্ষার জন্য ছুটতে হবে। মনে রাখবেন আপনারা একা নন, সারাদেশের মানুষ আপনাদের পাশে আছে। আওয়ামী লীগ চোরাবালির ওপর দাঁড়িয়ে আছে। আমাদেরকে মুক্তির সংগ্রামে নামতে হবে।’

এ সময় অন্য নেতা-কর্মীরা আন্দোলন চাই, আন্দোলন! বলে শ্লোগান তোলে।

সভায় জেএসডির সভাপতি আ স ম আবদুর রব বলেন, ‘দেশে কোনো ভোট হয়নি। ভোটের আগের রাতে ২৯ তারিখে ভোট শেষ! ভোটের নামে উলঙ্গ ডাকাতি হয়েছে। আওয়ামী লীগ এখন মানুষের ঘর-বাড়ি সব দখল করে নেবে। কেউ বেঁচে থাকবে কি-না সন্দেহ আছে। হায়েনাদের আঘাতে এক বোনের শরীর ক্ষত-বিক্ষত হয়ে গেছে। সিগারেটের ছেঁকা দেওয়া হয়েছে। দেশে আরও অনাচার হবে। তাদের এখনই রুখে দিতে হবে। তা না হলে হায়েনাদের আঘাতে সারাদেশ সুবর্ণচর হয়ে যাবে।’

বিজ্ঞাপন

কৃষক-শ্রমিক-জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বলেন, ‘পারুল বেগমকে দেখতে এসে বিএনপি নেতাদের উচ্ছ্বাস দেখেছি। এ বিশৃঙ্খলা থাকলে একশ বছরেও ক্ষমতায় আসবেন না। আওয়ামী লীগ ভোটচুরি করেনি করেছে পুলিশ। আল্লাহ এদের কাউকে ক্ষমা করবে না। যারা সেলফি তুলে তারা শয়তানের চেয়েও খারাপ।’

সভায় আরও বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন বরকত উল্লাহ বুলু, মোহাম্মদ শাহজাহান, আবদুল আউয়াল মিন্টু, জয়নুল আবদিন ফারুক, আতাউর রহমান ঢালী, শামসুল আলম, মাহবুবউদ্দিন খোকন, হারুনুর রশীদ, শহিদ উদ্দিন চৌথুরী এ্যানীসহ অনেকে।

সারাবাংলা/এইচআর/এমআই

নোয়াখালীতে ধর্ষণ মির্জা ফখরুল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর