আরামবাগে নারীকে হত্যার অভিযোগ, জামালপুর থেকে স্বামী গ্রেফতার
৫ জানুয়ারি ২০১৯ ২২:২৩
।। স্টাফ করেসপন্ডেন্ট ।।
ঢাকা: স্ত্রীকে হত্যার অভিযোগে নয়ন (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে রাজধানীর মতিঝিল আরামবাগ এলাকায় একটি ভাড়া বাসা থেকে শরীফা বেগম (২৫) নামে নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। শরীফার স্বজনদের দাবি তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
শনিবার (৫ জানুয়ারি) ভোরে জামালপুর থেকে নয়নকে গ্রেফতার করা হয়। এর আগে শুক্রবার বিকেলে শরীফা বেগমের মরদেহ উদ্ধার করা হয়। তার বাড়ি জামালপুর সদর উপজেলার নান্দিনা এলাকায়।
এই ঘটনায় শরীফার বাবা জুলহাস আলী বাদী হয়ে মতিঝিল থানায় হত্যা মামলা দায়ের করেন। জুলহাস আলীর বাড়ি ময়মনসিংহ জেলায়। নয়ন পেশায় রিকশাচালক। তাদের দুই সন্তান ময়মনসিংহে নানির কাছে থাকে।
মতিঝিল জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মিশু বিশ্বাস সারাবাংলাকে জানান, শুক্রবার দুপুরে নয়ন ও শরীফাকে ঝগড়া করতে শোনে প্রতিবেশীরা। ঝগড়া শেষে নয়ন বেরিয়ে চলে যায়। এরপর প্রতিবেশীরা শরীফাকে বিছানায় পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। বিকেলে পুলিশ শরীফার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠায়।
তিনি আরও জানান, গ্রেফতারের পর নয়নকে জামালপুর থেকে ঢাকায় আনা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নয়ন স্বীকার করেছে সে তার স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করেছে।
সারাবাংলা/এসএইচ/এটি