Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৫ মন্ত্রী, ১৯ প্রতিমন্ত্রী, ৩ উপমন্ত্রীর মন্ত্রিসভা


৬ জানুয়ারি ২০১৯ ১৪:৫৫

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।

ঢাকা: নতুন মন্ত্রিসভার সম্ভাব্য আকার হচ্ছে ৪৭ সদস্যের। এর মধ্যে পূর্ণ মন্ত্রী হচ্ছেন ২৫ জন, প্রতিমন্ত্রী ১৯ জন এবং উপমন্ত্রী হচ্ছেন তিন জন। মন্ত্রিপরিষদে ঠাঁই পাওয়া আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা শপথ নেওয়ার জন্য বঙ্গভবনে ডাক পেয়েছেন।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে সোমবার বিকেল সাড়ে ৩টায় বঙ্গভবনে শপথ নেবেন মন্ত্রিসভার নতুন সদস্যরা।

বঙ্গভবন থেকে ডাক পাওয়া মন্ত্রিপরিষদের নতুন সদস্যরা হলেন ওবায়দুল কাদের, খালিদ মাহমুদ চৌধুরী, জুনাইদ আহমেদ পলক, আনিসুল ইসলাম, আসাদুজ্জামান খাঁন কামাল, টিপু মুন্সী, জাহিদ আহসান রাসেল, মহিবুল হাসান চৌধুরী নওফেল, বীর বাহাদুর ঊ শৈ সিং, নসরুল হামিদ বিপু, আ হ ম মোস্তফা কামাল, এম এ মান্নান, সাইফুজ্জামান চৌধুরী, ডা. দীপু মনি, আবদুর রাজ্জাক, গোলাম দস্তগীর গাজী।

এছাড়া ডাক পেয়েছেন তাজুল ইসলাম, শাহাবুদ্দিন, মতিয়া চৌধুরী, ডা. এনামুর রহমান, শ ম রেজাউল করিম, ড. আবুল মোমেন, এনামুল হক শামীম, শাহরিয়ার আলম, আ ক ম মোজাম্মেল।

তবে মন্ত্রিপরিষদ সদস্যদের পূর্ণাঙ্গ তালিকা জানানো হবে বিকেলে। মন্ত্রিপরিষদ সচিব ব্রিফিং করে বিকেল ৫টায় তাদের নাম ও দফতর জানিয়ে দেবেন।

সারাবাংলা/এএইচএ/একে

একাদশ নির্বাচন নতুন মন্ত্রিসভা বঙ্গভবন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর