চট্টগ্রামে বস্তাবন্দী অবস্থায় নারীর লাশ উদ্ধার
৭ জানুয়ারি ২০১৯ ১৫:৪৯
।।স্পেশাল করেসপন্ডেন্ট।।
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে প্লাস্টিকের বস্তাবন্দী অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তাকে খুন করে লাশ বস্তায় ভরে ফেলে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রোববার (০৬ জানুয়ারি) গভীর রাতে নগরীর ডবলমুরিং থানার মোল্লাপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।
আনুমানিক ৩০ বছর বয়সী ওই নারীকে স্থানীয়রা কেউ চিনতে না পারায় পরিচয় জানা যায়নি বলে সারাবাংলাকে জানিয়েছেন ডবলমুরিং থানার পরিদর্শক (তদন্ত) মো.জহির হোসেন।
এই পুলিশ কর্মকর্তা সারাবাংলাকে জানান, মোল্লাপাড়া এলাকায় জনৈক ইউসুফ মিয়ার বাড়ির সীমানা দেওয়ালের ভেতরে একটি আমগাছের নিচে বস্তাবন্দি অবস্থায় লাশটি পড়েছিল। বিছানার চাদর দিয়ে মুড়িয়ে লাশটি বস্তায় ভরে এর চারপাশ রশি দিয়ে সেলাই করে দেওয়া হয়। ওই নারীর পরনে ছিল সালোয়ার কামিজ।
ডবলমুরিং থানার উপ-পরিদর্শক (এসআই) কায়সার হামিদ সারাবাংলাকে বলেন, বস্তার চারপাশ সেলাই করা দেখে স্থানীয় লোকজনের সন্দেহ হয়। খবর পেয়ে আমরা গিয়ে বস্তা খুলে লাশটি দেখি। লাশের শরীরে শ্বাসরোধ কিংবা অন্যকোন আঘাতের চিহ্ন পাইনি। তবে খুন করা হয়েছে বলে মনে হচ্ছে। ময়নাতদন্তে সবকিছু পরিষ্কার হবে।
সারাবাংলা/আরডি/এনএইচ