Tuesday 21 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিরপুরে যুবক খুন


৭ জানুয়ারি ২০১৯ ১৬:৪২ | আপডেট: ৭ জানুয়ারি ২০১৯ ১৭:২১

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: রাজধানীর মিরপুর ৬ নম্বর সেকশন এলাকায় রোমান (৩০) নামের এক যুবক খুন হয়েছেন। এই ঘটনায় আল আমিন নামে আরও একজন আহত হয়েছেন।

সোমবার (৭ জানুয়ারি) বেলা আড়াইটার দিকে ঘটনাটি ঘটে। আহত আল-আমিনকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত আল-আমিনের বন্ধু মিজানুর রহমান বলেন, ‘আল-আমিন মিরপুর ৬ নম্বর সেকশনে ঝিলপাড় বস্তিতে থাকে। তার বাবার নাম রতন মিয়া। ১০ নম্বর সেকশনে ফুটপাতে খোলা তেল বিক্রি করতো।’

মিজানুর আরও বলেন, ‘মিরপুর ৬ নম্বর সেকশন থেকে ১০ নম্বর সেকশনে যাচ্ছিলো আল-আমিন ও সে। ৬ নম্বর সেকশনের কাঁচাবাজারের সামনে পৌঁছালে অতর্কিত কয়েকজন যুবক আল-আমিনকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতারি আঘাত করতে থাকে। পরে তারা দৌড়ে পালিয়ে যায়।’ তবে ওই যুবকদের আর নিহত রোমানকেও তারা চেনেন না।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মিরপুর ৬ নম্বর সেকশনের বি ব্লক এলাকায় ঘটনাটি ঘটে। নোমানের শরীরে গোলাকার আঘাতের চিহ্ন আছে।

ওসি আরও জানান, রোমানকে গুলি করা হয়েছে নাকি অন্য কোনো কিছু দিয়ে আঘাত করা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। আহতের নাম পাওয়া যায়নি। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে।

সারাবাংলা/এসএসআর/এমও

বিজ্ঞাপন

ছবির গল্প / বাণিজ্য মেলা
২১ জানুয়ারি ২০২৫ ০৮:১৫

আরো

সম্পর্কিত খবর