Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৩ রোহিঙ্গাকে বাংলাদেশে পাঠিয়েছে সৌদি আরব


৮ জানুয়ারি ২০১৯ ১০:২৩ | আপডেট: ৮ জানুয়ারি ২০১৯ ২১:০৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।

ঢাকা: সৌদি আরবের জেদ্দা থেকে ১৩ রোহিঙ্গাকে বাংলাদেশে পাঠানো হয়েছে । মঙ্গলবার (৮ জানুয়ারি) সৌদিএয়ার (এসভি ৮০২) বিমানে তারা বাংলাদেশে পৌঁছায়।

বাংলাদেশে ফেরত আসার হলেন, ওমর ফারুক, মোসালিম, মোআরিফ, আবদুল মজিদ, খাজা মাঈনুদ্দীন, হাসিবুররহমান, নাজিম বিল্লাহ, জামাল হোসেন, শামসুলআলম, আমানউল্লাহ, বকুল, মিজানুর রহমান ও মোমিয়া।

তারা নিজেদের চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, বগুড়া, জয়পপুরহাট, পাবনা, ঝিনাইদহ, মাদারীপুরের বাসিন্দা হিসেবে ঘোষণা দিয়ে পাসপোর্ট করেছিলেন। তারা প্রত্যেকেই ওমরাহ বা হজের জন্য তিন মাসের ভিসা নিয়েছিলেন। নির্দিষ্ট সময় পরও দেশে ফিরে না যাওয়ায় সৌদি পুলিশের হাতে গ্রেফতার হন এবং জেদ্দার সুমাইসি কারাগারে ছিলেন। যে ১৩ জন ফিরে এসেছেন তাদের খাওয়া-দাওয়ার ব্যবস্থা করেছে বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্ক।

বিজ্ঞাপন

আল জাজিরার এক প্রতিবেদন অনুসারে, এই রোহিঙ্গারা সৌদি আরবে অনুপ্রবেশকারী বা অবৈধভাবে অবস্থানকারী। তাদেরকে  মিয়ানমারের পরিবর্তে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে।

রোববার (৬ জানুয়ারি) মিডল ইস্ট আই নামে একটি ওয়েবসাইটে পাঠানো ভিডিও ফুটেজে দেখা গেছে, জেদ্দার সুমাইসি নির্বাসন কেন্দ্রের বাইরে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে রাখা হয়েছে ওই রোহিঙ্গাদের। এদের মধ্যে যে রোহিঙ্গারা বাংলাদেশে যেতে অস্বীকৃতি জানান তাদের হাতকড়া পরিয়ে দেওয়া হয়।

আরও পড়ুন- অবৈধ রোহিঙ্গাদের মিয়ানমারে নয়, বাংলাদেশে পাঠাচ্ছে সৌদি আরব!

মঙ্গলবার রাত রাত ২টায় সৌদিএয়ার (এসভি ৮০২) বিমান যোগে ১৩ রোহিঙ্গাকে বাংলাদেশে পাঠিয়েছে সৌদি সরকার। বর্তমানে তারা ঢাকা ইমিগ্রেশন হেফাজতে আছেন।

আল জাজিরা অনুসারে, তাদের বেশিরভাগই হজ পালনের ভিসা নিয়ে সৌদি আরবে গিয়েছিলেন। কিন্তু পরে দেশে ফিরে না গিয়ে সেখানে অবৈধভাবে বসবাস করতে শুরু করেন।

সারাবাংলা/জেএ/ আরএ

রোহিঙ্গা সৌদি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর