Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেগা ১০ প্রকল্পে ফিড-অক্সিজেন সরবরাহ করবো: পরিকল্পনামন্ত্রী


৮ জানুয়ারি ২০১৯ ১৯:৫৬

।।জোসনা জামান, স্টাফ করেসপন্ডেন্ট।।

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করলেন নতুন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। তিনি বলেন, ‘প্রথম চ্যালেঞ্জ হচ্ছে চলমান মেগা ১০টি প্রকল্পে ফিড দেওয়া এবং অক্সিজেন সময়মতো সরবরাহ অব্যাহত রাখা। অর্থমন্ত্রীর সঙ্গে সমন্বয় করে এ কাজটি করবো।’ মঙ্গলবার (৮ জানুয়ারি) পরিকল্পনামন্ত্রী হিসেবে প্রথমকর্ম দিবসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

এম এ মান্নান বলেন, ‘দ্বিতীয় চ্যালেঞ্জ হচ্ছে ঐতিহাসিকভাবে বহু অবিচার আছে। সেগুলো দুর করতে নিজের মতো করে রাজনৈতিকভাবে কাজ করবো। তৃতীয়ত, এডিপি বাস্তবায়নের হারের চেয়ে গুণগত মান নিশ্চিত করা। আমি চেষ্টা করবো যেন গুণগত মানসম্পন্ন এডিপি বাস্তবায়ন নিশ্চিত করা যায়।’

পূর্ণমন্ত্রী হিসেবে আপনার প্রথম কাজ কী কী হবে—এমন প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘প্রথম কাজ হবে এ মন্ত্রণালয় সম্পর্কে বোঝা, জানা ও জ্ঞান অর্জন করা। প্রতিমন্ত্রী হিসেবে মাঝে মাঝে দেখেছি। পুরোটা দেখিনি। এজন্য অজ্ঞতা আছে। দ্বিতীয় কাজ হচ্ছে, দল ও প্রধানমন্ত্রীর যে রাজনৈতিক লক্ষ্য আছে, যেসব উন্নত জীবন যাত্রা, দারিদ্র্যনিরসন ও গ্রাম শহরের মধ্যে পার্থক্য কমিয়ে আনা। সরকারের পক্ষ থেকে যেসব কাজ দেবে, সেগুলো করা। তৃতীয়ত হচ্ছে, আমাদের হারিয়ে যাওয়া ঐতিহ্য ঘরে ফিরিয়ে আনতে হবে। ঐতিহ্য বলতে বাংলা ও বাঙালিত্ব এসব হারিয়ে গেছে। আমরা এখনো বিভ্রান্ত জাতি। সেগুলো ফিরিয়ে আনতে ব্যক্তিগতভাবে কাজ করবো।’

এক প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে যেসব নির্দেশনা আসবে, আমি সেগুলো অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবো।’ এছাড়া, কর্মক্ষেত্রে পরিসংখ্যান ব্যুরো এবং বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগকে শক্তিশালী করতে ধারাবাহিক কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাবেন বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেজে/জেএএম/এমএনএইচ

বিজ্ঞাপন
সর্বশেষ

গুলশানে দুইজনের গলাকাটা মরদেহ উদ্ধার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১২:৫৫

ঢাকার পথে প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১১:৩৩

সম্পর্কিত খবর