রাজশাহীতে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার, আটক ২
১০ জানুয়ারি ২০১৯ ১২:২১
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।
রাজশাহী: রাজশাহীতে নিখোঁজের তিনদিন পর জসিম উদ্দিন জয় (২০) নামে এক অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৯ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে জেলার গোদাগাড়ী উপজেলার সরমংলা এলাকা থেকে ক্ষত-বিক্ষত মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত দুইজনকে আটক করেছে পুলিশ। নিহত চালক মহানগরী বড়বনগ্রাম (মাস্টারপাড়া) এলাকার আরকান আলীর ছেলে।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, গত ৭ জানুয়ারি নিখোঁজ হন চালক জয়। এ ঘটনায় জয়ের মামা মঞ্জুর হোসেন শাহ মখদুম থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পুলিশ জয়ের অনুসন্ধান করতে গিয়ে গোদাগাড়ী এলাকার জসিম ও সুমন নামের দুইজনের সন্ধান পায়। তারা ওইদিন জয়ের অটোরিকশাটি ভাড়া করেছিলেন। এরপর তাদের গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের দেওয়া তথ্যানুযায়ী বুধবার রাতে গোদাগাড়ী থানার সরমংলা এলাকা থেকে ক্ষত-বিক্ষত মরদেহটি উদ্ধার করা হয়। আটকদের হত্যাকাণ্ডের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
সারাবাংলা/এমএইচ