Wednesday 27 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপি অফিসের সামনে পুলিশের গাড়িতে আগুন দেওয়া সেই তরুণ গ্রেফতার


১০ জানুয়ারি ২০১৯ ১৪:৩৯

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা: রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের গাড়িতে ম্যাচের কাঠি জ্বালিয়ে আগুন ধরিয়ে দেওয়া সেই তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। ওই তরুণের নাম ওয়াসীম (২৮)।

বৃহস্পতিবার (১০ জানুয়ারি) ভোরের দিকে পল্লবী থানা পুলিশ তাকে গ্রেফতার করে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখার উপকমিশনার মাসুদুর রহমান সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ১৪ নভেম্বর পুলিশের ওই গাড়ির ওপরে উঠে লাফালাফি করার পর ওয়াসীম গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনার ছবি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পায়। এ ঘটনায় মামলা হলে ওয়াসীম পলাতক ছিলেন।

পুলিশ জানিয়েছে, দুপুর ৩টার দিকে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে। ওই সংবাদ সম্মেলনে ওয়াসীমকে গ্রেফতারের বিষয়ে বিস্তারিত জানানো হবে।

পুলিশ জানায়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রিকে কেন্দ্র করে ১৪ নভেম্বর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়ক অবরোধ করে নেতাকর্মীরা শোডাউন করছিল। পুলিশ সড়ক থেকে নেতাকর্মীদের সরিয়ে দিতে গেলে তাদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় বিএনপি কার্যালয়ের সামনে থাকা পুলিশের দু’টি গাড়ির ওপরে উঠে নেতাকর্মীদের কয়েকজন লাফালাফি করে ভাঙচুর চালায়। একপর্যায়ে ওয়াসীম নামে ওই তরুণ ম্যাচ জ্বালিয়ে গাড়িতে আগুন ধরিয়ে দেয়। ওই দিনের পর থেকেই পুলিশ ওয়াসীমকে খুঁজছিল।

ডিএমপির মিডিয়া শাখার উপ কমিশনারের কক্ষে এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার আবদুল বাতেন বলেন, ১৪ নভেম্বর নাশকতার ঘটনায় বিএনপির ৯০ জনের নাম উল্লেখ করে অনেকের নামে মামলা করা হয়। ওই মামলায় এর আগে ১৩ জনকে গ্রেফতার করা হয়েছিল। ওয়াসীমকে বৃহস্পতিবার ভোরের দিকে রাজধানীর মিরপুর মুসলিম ক্যাম্প থেকে গ্রেফতার করা হয়। এ নিয়ে ১৪ জন গ্রেফতার হলো। যাদের মধ্যে ৩ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

বিজ্ঞাপন

আবদুল বাতেন বলেন, ওয়াসীম ম্যাচের কাঠি জ্বালিয়ে পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনার কথা স্বীকার করেছে। ওয়াসীম বিএনপির একজন কর্মী বলেও স্বীকার করেছে।

ওয়াসীম কার নির্দেশে পুলিশের গাড়িতে আগুন দিয়েছে, এ সংক্রান্ত কোনো কিছু বলেছে কিনা জানতে চাইলে অতিরিক্ত কমিশনার বলেন, এখনো সে বিষয়ে তেমন কিছু জানা যায়নি। রিমান্ডে নিলে হয়ত আসল রহস্য বের হয়ে আসবে।

অপর এক প্রশ্নের ব্যাপারে তিনি বলেন, বাকি আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে।

সারাবাংলা/ইউজে/টিআর/একে

নয়াপল্টনে পুলিশের গাড়িতে আগুন পুলিশের গাড়িতে আগুন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর