Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডাকসু গঠনতন্ত্র সংশোধনে প্রস্তাব জমা সোমবার পর্যন্ত


১০ জানুয়ারি ২০১৯ ১৫:১৯

।। ঢাবি করেসপন্ডেন্ট ।।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) গঠনতন্ত্র সংশোধন ও পরিমার্জনের বিষয়ে ছাত্র সংগঠনগুলো আগামী সোমবার (১৪ জানুয়ারি) পর্যন্ত লিখিত বক্তব্য উপস্থাপন করতে পারবে।

বৃহস্পতিবার (১০ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষের সঙ্গে ঢাবিকে সক্রিয় ছাত্র সংগঠনগুলোর এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে ১৩টি ছাত্র সংগঠনের নেতারা অংশ নেন। সকাল সাড়ে ১১টা থেকে শুরু হয়ে প্রায় দুই ঘণ্টার বৈঠক চলে দুপুর দেড়টা পর্যন্ত।

বৈঠক শেষে ডাকসু গঠনতন্ত্র সংশোধন কমিটির আহ্বায়ক অধ্যাপক মিজানুর রহমান বলেন, সর্বশেষ ১৯৯৮ সালে ডাকসুর গঠনতন্ত্র সংশোধন করা হয়েছিল। এরপর আর ডাকসুর কোনো নির্বাচন হয়নি। যেহেতু বিশ্ববিদ্যালয় প্রশাসন শিগগিরই ডাকসু নির্বাচন করতে বদ্ধপরিকর, সেজন্য এই কমিটি কাজ করছে।

অধ্যাপক মিজানুর বলেন, আমরা ছাত্র প্রতিনিধিদের সঙ্গে আলাপ করেছি। এখানে যেসব ছাত্র সংগঠন ক্রিয়াশীল রয়েছে, তারা তাদের বক্তব্য দিয়েছে। কোথায় কোথায় সংযোজন-বিয়োজন দরকার, তা কেউ কেউ লিখিতভাবে, কেউ মৌখিকভাবে জানিয়েছে। যেহেতু অনেকে দাবি করছে, তারা নিজেদের বক্তব্য বা প্রস্তাবনা উপস্থাপনের জন্য প্রস্তুতি নেওয়ার পর্যাপ্ত সময় পায়নি, তাই সোমবার সন্ধ্যা পর্যন্ত ছাত্র সংগঠনগুলোকে সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে তারা ডাকসুর গঠনতন্ত্র সংশোধন বিষয়ে নিজেদের বক্তব্য লিখিত আকারে জমা দিতে পারবে।

এর আগে, ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান সাংবাদিকদের বলেন, ডাকসুর গঠনন্ত্র বেশ আগে প্রণীত হয়েছিল। সর্বশেষ সংশোধন হয়েছিল ১৯৯৮ সালে। গঠনতন্ত্র যুগোপযোগী করতে এরই মধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। গঠনতন্ত্রের কোনো সংশোধনী প্রয়োজন হলে সে বিষয়ে আজকের সভায় সিদ্ধান্ত হবে। এক্ষেত্রে গঠনতন্ত্র যাদের ভোটার বলে চিহ্নিত করবে, তারাই ভোটার হবে।

বিজ্ঞাপন

উপাচার্য বলেন, আমাদের ভেতরে-বাইরে কাজ একই। সবকিছুই স্বচ্ছতার ভিত্তিতে হচ্ছে। ৩১ মার্চের মধ্যেই নির্বাচন করার পরিকল্পনায় আমরা অটল। সেভাবেই আমরা এগুচ্ছি।

ক্যাম্পাসে ছাত্র সংগঠনগুলোর সহাবস্থানের বিষয়ে তিনি বলেন, প্রভোস্ট কমিটি সব হলে সহাবস্থান আছে বলে অবহিত করেছে। সব শিক্ষার্থীই ক্লাস, পরীক্ষা ও অন্যান্য কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে করতে পারছে।

এর আগে, সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের লাউঞ্জে এই বৈঠক শুরু হয়। ডাকসু নির্বাচন আয়োজনের অংশ হিসেবে ঢাবি কর্তৃপক্ষ ডাকসু গঠনতন্ত্র সংশোধনের এই উদ্যোগ নিয়েছে। বৈঠকে গঠনতন্ত্র সংশোধন কমিটির আহ্বায়ক আইন বিভাগের অধ্যাপক মিজানুর রহমান, সদস্য অধ্যাপক এএসএম মাকসুদ কামাল, অধ্যাপক রহমত উল্লাহ, অধ্যাপক সুপ্রিয়া সাহা ও অধ্যাপক ড. জিনাত হুদা উপস্থিত ছিলেন।

ছাত্র সংগঠনগুলোর নেতাদের মধ্যে ছিলেন ঢাবি ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, ছাত্রদল ঢাবি শাখার মেহেদী তালুকদার ও সাধারণ সম্পাদক আবুল বাশার সিদ্দীকী, ছাত্রফ্রন্টের সভাপতি সালমান সিদ্দিকী ও সাধারণ সম্পাদক তমা বর্মন, ছাত্র ফেডারেশনের সভাপতি উম্মে হাবিবা বেনজীরসহ ১৩টি ছাত্র সংগঠনের নেতারা।

এর আগে, গত বছরের ১৬ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন নিয়ে ক্রিয়াশীল ছাত্রসংগঠনগুলোর প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসে ঢাবি প্রশাসন। সেদিন উপাচার্য কার্যলয় সংলগ্ন অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে ছাত্রনেতাদের সঙ্গে আলোচনায় বসেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান।

বিজ্ঞাপন

সারাবাংলা/কেকে/টিআর

ডাকসু ডাকসু গঠনতন্ত্র ডাকসু গঠনতন্ত্র সংশোধন ডাকসু নির্বাচন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর