Tuesday 21 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সেপটিক ট্যাংক থেকে স্ত্রীর লাশ উদ্ধার, স্বামীসহ গ্রেফতার ৩


১১ জানুয়ারি ২০১৯ ১৩:৩৩ | আপডেট: ১১ জানুয়ারি ২০১৯ ১৪:২০

।। স্টাফ করেসপন্ডেন্ট।।

ঢাকা: গাজীপুরে সেপটিক ট্যাংক থেকে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় স্বামী শাহজাহান মিয়াসহ তিন জনকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব ১)।

শুক্রবার (১১ জানুয়ারি) কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে এ তথ্য জানিয়েছেন র‍্যাব-১-এর অধিনায়ক সারোয়ার বিন কাশেম।

তিনি বলেন, গত ৩ জানুয়ারি গাজীপুর ভাওরাইদ উত্তর পাড়া এলাকায়, পারিবারিক কলহের জেরে স্ত্রী আফরোজা বেগমকে (২৬) শ্বাসরোধ করে হত্যা করেন শাহজাহান মিয়া। পরে লাশ গুম করার উদ্দেশ্যে বন্ধুদের সাড়ে ৬ হাজার টাকা দিয়ে সেপটিক ট্যাংকে তার স্ত্রীর লাশ ফেলে দেন।

এ ঘটনায় বৃহস্পতিবার (১০ জানুয়ারি) রাতে অভিযান চালিয়ে ঘাতক শাহজাহান মিয়াসহ তার দুই সহযোগীকে গ্রেফতার করে র‍্যাব।

সারোয়ার বিন কাশেম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহজাহান জানায়, দীর্ঘ আট বছর আগে ভিকটিম আফরোজার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তার। পরে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। মাঝখানে ২০১৬ সালে তার স্ত্রী সৌদি আরব যান এবং ছয় মাস আগে দেশে ফিরে আসেন। তারপর থেকে তাদের মধ্যে দাম্পত্য কলহ তৈরি হয়।

গত ৩ জানুয়ারি পূর্ব ঘটনার জের ধরে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে শাহজাহান মিয়া রাগের বশবর্তী হয়ে স্ত্রী আফরোজাকে গলা টিপে হত্যা করে। হত্যার পর লাশ খাটের নিচে রেখে দেয় শাহজাহান।

পরে লাশ গুম করার জন্য শাহজাহান তার এক বন্ধু খোকনকে চার হাজার ও মুকুলকে ২ হাজার ৫০০ টাকা দিয়ে সেপটিক ট্যাংকে লাশ ফেলে দেয়। বিষয়টি জানাজানি হয়ে গেলে, শাহজাহান আত্মগোপনে চলে যায়।

এ ঘটনার শুরু থেকে গোয়েন্দা নজরদারি চালায় র‍্যাব। বৃহস্পতিবার রাতে ডেমরায় এলাকা থেকে শাজাহানকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহজাহান পরিকল্পিত হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে বলে জানান এই র‍্যাব কর্মকর্তা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচ/জেএএম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর