Monday 10 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পল্টনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত ১

স্টাফ করেসপন্ডেন্ট
২১ জানুয়ারি ২০২৫ ১০:৪৪ | আপডেট: ২১ জানুয়ারি ২০২৫ ১৪:১৬

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর পল্টন বিজয়নগর এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে সাজু মোল্লা (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।

সোমবার (২০ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ৩টার দিকে বিজয়নগর পানির ট্যাংকি এলাকায় এই ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে ভোরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সাজু মোল্লার বাড়ি গোপালগঞ্জের সদর উপজেলার হাটবাড়িয়া গ্রামে। বর্তমানে মুগদার মান্ডা কদমআলী ঝিলপাড় এলাকায় থাকতেন। তার বাবার নাম মোতালেব মোল্লা।

সাজুকে হাসপাতালে নিয়ে আসা বন্ধু মো.বায়েজিদ জানান, বিজয়নগর এলাকার একটি বাসার প্রাইভেট কার চালাতেন সাজু। গত রাতে মুগদার বাসা থেকে বায়েজিদ তার নিজের অটোরিকশায় করে সাজুকে নিয়ে আসেন বিজয়নগর। বিজয়নগর পানির ট্যাংকি এলাকার রাস্তায় তাকে নামিয়ে দিয়ে বায়েজিদ রাস্তার উল্টো পাশে গিয়ে চা পান করছিলেন। এর কয়েক মিনিট পরেই গলি থেকে সাজুর চিৎকার শুনতে পান তিনি এবং বায়েজিদকেও তার নাম ধরে ডাকতে শুনেন। তখন সে দৌড়ে রাস্তার উল্টো পাশে গিয়েও সাজুকে আর দেখতে পাননি।

পরবর্তীতে স্থানীয় থানা পুলিশকে কল করলে পুলিশের সহযোগিতায় একটি গলি থেকে রক্তাক্ত অবস্থায় সাজুকে উদ্ধার করে তারা। সঙ্গে সঙ্গে ঢামেকে নিয়ে যাওয়া হয় সাজুকে। তবে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বায়েজিদ আরও জানান, তার ধারণা গলি দিয়ে যাওয়ার সময় ছিনতাইকারীদের কবলে পড়েছিলেন সাজু। তার মোবাইল, মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে তিনি বাধা দেওয়ায় তাকে কুপিয়ে আহত করে ফেলে রেখে গেছে।

ঢামেকের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ভোরে ওই যুবককে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএসআর/এসডব্লিউ

ছুরিকাঘাতে নিহত পল্টন

বিজ্ঞাপন

সাবেক এমপি আব্দুল মজিদ গ্রেফতার
১১ ফেব্রুয়ারি ২০২৫ ০১:৪৫

মেলার ১০ম দিনে নতুন বই এসেছে ৮৪টি
১১ ফেব্রুয়ারি ২০২৫ ০০:০০

আরো

সম্পর্কিত খবর