Thursday 19 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পোপকে নৌকা উপহার দিলেন প্রধানমন্ত্রী


১ ডিসেম্বর ২০১৭ ১৫:০৮ | আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০১৮ ২১:০২

সারাবাংলা প্রতিবেদক

সারা বিশ্বের ক্যাথলিক ধর্মাবলম্বীদের ধর্মগুরু পোপ ফ্রান্সিসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার বিকেলে তিনি বারিধারায় ভ্যাটিকান দূতাবাসে গিয়ে পোপের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তারা ২০ মিনিট কথা বলেন।

সাক্ষাতকালে পোপ ফ্রান্সিসকে স্যুভেনির হিসেবে একটি নৌকা উপহার দেন শেখ হাসিনা।

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের কনিষ্ঠ কন্যা শেখ রেহানা, তার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ও পুত্রবধু পেপ্পি সিদ্দিক।

পোপ ফ্রান্সিস তিন দিনের রাষ্ট্রীয় সফরে বৃহস্পতিবার ঢাকায় আসেন। এদিন বেলা তিনটায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।বিমানবন্দরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অভ্যর্থনা জানান পোপ ফ্রান্সিসকে। এ সময় পোপকে গার্ড অব অনার দেওয়া হয়।

সারাবাংলা/একে/০১ ডিসেম্বর, ২০১৭

 

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর