Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রাক্তন ক্যাডেটদের পুনর্মিলনী উদ্বোধন করলেন সেনাপ্রধান


১২ জানুয়ারি ২০১৯ ০৪:১২

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

ফেনী গার্লস ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের তিনদিন ব্যাপী ১ম পুনর্মিলনীর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ জানুয়ারি) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুনর্মিলনীর উদ্বোধন করেন সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ।

সকালে সেনাপ্রধান ফেনী গার্লস ক্যাডেট কলেজ ক্যাম্পাসে এসে পৌঁছলে তাঁকে অভ্যর্থনা জানান কলেজের অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন মুমিন খান মজলিস। এরপর সেনাপ্রধান প্যারেডে সালাম গ্রহণ করেন। সেনাপ্রধান প্যারেডে অংশগ্রহণকারী ক্যাডেট ও প্রাক্তন ক্যাডেটদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন এবং তাদের সফলতা ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

অনুষ্ঠানে বর্তমান ও প্রাক্তন ক্যাডেটবৃন্দের অংশগ্রহণে ‘নারী জাগরণ’-বিষয়ে একটি প্রদর্শনী অনুষ্ঠিত হয়। পরবর্তীতে সেনাপ্রধান ও প্রাক্তন ক্যাডেটবৃন্দ পুনর্মিলনীর স্মৃতি রক্ষার্থে বৃক্ষরোপণ করেন। এসময় তিনি ফেনী গার্লস ক্যাডেট কলেজ অডিটোরিয়াম সংস্করণ কাজ, সুইমিং পুল ও হেলথ সেন্টার নির্মাণ, প্যারেড গ্রাউন্ড নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন। তিনি নিজস্ব তহবিল থেকে এসব প্রকল্পের জন্য ৫০ লাখ টাকা অনুদানের ঘোষণা দেন।

অনুষ্ঠানে সেনা প্রধানের স্ত্রীসহ সেনা বাহিনীর ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, ফেনী জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান, সিভিল সার্জন ডা. হাসান শাহরিয়ার কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পি.কে.এম এনামুল করিম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আখতারুননেসা শিউলী, ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিনসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, প্রাক্তন অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও অনুষদ সদস্যবৃন্দ, বেসামরিক কমকর্তাসহ প্রায় তিন শ প্রাক্তন ক্যাডেট ও কলেজের বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনএইচ

জেনারেল আজিজ আহমেদ ফেনী গার্লস ক্যাডেট কলেজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর