Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশ প্রতিদিন সম্পাদক ও প্রকাশকের জামিন


১৫ জানুয়ারি ২০১৮ ১৩:৩২

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: ২০১৪ সালে লালমনিরহাট জেলায় দায়ের করা মানহানির মামলায় বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম ও প্রকাশক ময়নাল হোসেন চৌধুরীকে অভিযোগ গঠন না হওয়া পর্যন্ত জামিন দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (১৫ জানুয়ারি) বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আবেদনের পক্ষে শুনানি করেন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ড. মোমতাজ উদ্দীন আহমদ মেহেদী। সঙ্গে ছিলেন আইনজীবী মো. আসাদুজ্জামান।

পরে মোমতাজ উদ্দীন আহমদ মেহেদী বলেন, ‘এটি একটি মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন মামলা। এ মামলায় আদালত আমাদের আবেদনে সন্তুষ্ট হয়ে অভিযোগ গঠন না হওয়া পর্যন্ত বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম ও প্রকাশক ময়নাল হোসেন চৌধুরীকে জামিন দিয়েছেন।’

লালমনিরহাটের ৪ নম্বর আমলী আদালতের বিচারক মো. আফাজ উদ্দীন গত ২ জানুয়ারি এই মামলায় পরোয়ানা জারি করেন।

২০১৪ সালের ৯ এপ্রিল বাংলাদেশ প্রতিদিনের প্রথম পাতায় ‘সাবেকদের আমলনামা: রেশন ডিলার সাবেক প্রতিমন্ত্রী মোতাহারের শত কোটি টাকা’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এ সংবাদের প্রকাশের জেরে লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেন ২০১৪ সালে বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, প্রকাশক ময়নাল হোসেন চৌধুরী ও বাংলাদেশ প্রতিদিনের লালমনিরহাট প্রতিনিধি রেজাউল করিম মানিকের বিরুদ্ধে মানহানির মামলাটি করেন।

সারাবাংলা/এজেডকে/আইজেকে

বিজ্ঞাপন
সর্বশেষ

কোস্ট গার্ডের নতুন ডিজি জিয়াউল হক
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১১:৩২

সম্পর্কিত খবর