Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুর্নীতি-মাদক নির্মূলে যুদ্ধ অব্যাহত থাকবে: প্রধানমন্ত্রী


১৩ জানুয়ারি ২০১৯ ১৭:৫৫

।। সারাবাংলা ডেস্ক ।।

ঢাকা: মাদক ও দুর্নীতি বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও অর্জনগুলো সমুন্নত রাখার জন্য মাদক ও দুর্নীতি নির্মূলে লড়াই অব্যাহত রাখবে।’ রবিবার (১৩ জানুয়ারি)
প্রধানমন্ত্রী হিসেবে চতুর্থবারের মতো পুনঃনির্বাচিত হওয়ার পর নিজের অফিসে প্রথম কর্মদিবসে প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘যদিও কোনো দেশের পক্ষেই শতভাগ দুর্নীতি নির্মূল করা সম্ভব নয়। তবে আমাদের সরকারের একটা দায়িত্ব হলো, এই দুর্নীতি প্রতিরোধ করা, যেন এটি দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে না পারে ও আমাদের সব সাফল্য ম্লান করে না দেয়।’ তিনি জোর দিয়ে বলেন, ‘সন্ত্রাসবাদ, দুর্নীতি ও মাদক নির্মূলের ক্ষেত্রে আমাদের যুদ্ধ অব্যাহত থাকবে।’

শেখ হাসিনা বলেন, ‘টেন্ডার ছিনতাইয়ের ঘটনা দেশে বারংবার ঘটেছে। কিন্তু আমরা দেশকে এই অবস্থা থেকে মুক্ত করতে পেরেছি। প্রযুক্তির বদৌলতে এই সাফল্য এসেছে। এটা ডিজিটাল বাংলাদেশের একটা ভালো ফল।’

সরকারি কর্মকর্তাদের দেশের উন্নয়নের জন্য কঠোর পরিশ্রম করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের জনগণের কল্যাণে সব কর্মকর্তা-কর্মচারীদের কঠোর পরিশ্রম করতে হবে, যেন জনগণ তার সুফল ভোগ করতে পারে। আমরা দেশকে উন্নত ও সম্ভাবনাময় জাতিতে পরিণত করতে চাই। ইতোমধ্যে আমরা দেশকে উন্নয়নশীল দেশের স্বীকৃতি লাভ করেছি। এটাকে অবশ্যই আমাদের ধরে রাখতে হবে।’
সরকারি কর্মকর্তা-কর্মচারীদেরকে সব সময় তার সরকারকে সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘সরকার যখন ক্ষমতায় আসে, তখন সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা সহযোগিতা করেন।’ তিনি বলেন, ‘সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতায় সব ধরনের উন্নয়ন কাজ শেষ করতে চাই, যাতে দেশ আরও এগিয়ে যাবে। দেশ সব ক্ষেত্রে নিজস্ব সক্ষমতা অর্জন করতে চায়। বিশ্বের সঙ্গে বাংলাদেশও শান্তি বজায় রাখতে সচেষ্ট রয়েছে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা আর অন্যের ওপর নির্ভরশীল থাকব না। আমরা নিজের পায়ে দাঁড়াতে চাই।’ তিনি বলেন, ‘আর যেন দেশে স্বাধীনতাবিরোধীরা ক্ষমতায় আসতে না পারে, তার জন্য সবাইকে সতর্ক থাকতে হবে। আমরা চাই যে বা যারা দেশের ক্ষমতায় আসুক, তারা মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করবে। উন্নয়নকে সামনের দিকে নিয়ে যাবে। বাংলাদেশের ব্যাপক উন্নয়নের কারণে বিশ্ববাসী আমাদের দেশকে সম্মানের চোখে দেখে থাকে। কিন্তু এক সময় বাংলাদেশকে খরা, দুর্ভিক্ষ, বন্যার দেশ হিসেবে বিশ্বে পরিচিত লাভ করেছিল, যা আমাদের কষ্ট দিতো । আর আমরা এটাকে সহ্য করতে চাই না। সেই সময় থেকে আমি মনে করতাম, আর কাউকে দেশকে খাটো করতে দেব না।’ মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে পাওয়া স্বাধীন দেশের মাথা সবসময়ই উঁচু রাখতে চান বলেও তিনি প্রত্যয় ব্যক্ত করেন। সূত্র: বাসস
/সারাবাংলা/এমও/এমএনএইচ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর