না.গঞ্জে পুলিশ-এলাকাবাসী সংঘর্ষে নিহতের ঘটনায় ওসি প্রত্যাহার
১৪ জানুয়ারি ২০১৯ ০৪:২৩
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় পুলিশ ও এলাকাবাসীর সংঘর্ষে এক যুবক নিহতের ঘটনায় বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। শনিবার (১২ জানুয়ারি) রাতে উপজেলায় ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গিয়ে পুলিশের সঙ্গে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) মেম্বারের সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে আশিকুর রহমান (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
পুলিশ জানিয়েছে, শনিবার রাতে সাড়ে ৮টায় ওয়ারেন্টভুক্ত বিভিন্ন মামলার আসামি ধরতে বন্দর থানা পুলিশ মদনপুরের চাঁনপুরে অভিযান চালালে এ ঘটনা ঘটে। এতে দুই পক্ষের সংঘর্ষে চার পুলিশ সদস্যসহ অন্তত ১৫ জন আহত হয়েছে।
এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আবদুল্লাহ আল মামুনকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে তিনদিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, পুলিশ স্থানীয় ইউপি সদস্য খলিলুর রহমান সমর্থক দিপু ও সুজন নামের দুই আসামীকে আটক করে। এ খবর পেয়ে দিপু ও সুজনের সহযোগীরা পুলিশের ওপর হামলা চালিয়ে আসামীদের ছিনিয়ে নেয়।
এ ঘটনায় পুলিশের সাথে এলাকাবাসীর দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। পুলিশের দু’টি গাড়ি ভাংচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ও আত্মরক্ষার্থে পুলিশ বেশ কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে। পুলিশের গুলিতে গার্মেন্টস কর্মী আশিকুর প্রাণ হারান। এছাড়া বাবুল নামের এক যুবক গুলিবিদ্ধ হয়। তাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নিহত আশিক লালমনিরহাট জেলার শহীদুল ইসলামের ছেলে। তিনি মদনপুরের প্যানডেক্স গার্মেন্টসের শ্রমিক ছিলেন। গুলিবিদ্ধ আহত বাবুল কুমিল্লার বাইতোলা গ্রামের মোক্তার হোসেনের ছেলে।
এদিকে সংঘর্ষ চলাকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল প্রায় আধা ঘণ্টা বন্ধ থাকে।
সারাবাংলা/ আরএ