জুলাই আন্দোলনে শহিদ ২১ জনের পরিবারকে ৪২ লাখ টাকার চেক হস্তান্তর না.গঞ্জের ডিসির
১৭ এপ্রিল ২০২৫ ০০:০৮
ঢাকা: ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহিদ নারায়ণগঞ্জ জেলার ২১ জন বীরের পরিবারকে আর্থিক অনুদান দিলেন জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা।
বুধবার (১৬ এপ্রিল) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিটি শহিদ পরিবারের সদস্যদের হাতে দুই লাখ টাকা করে অনুদানের চেক হস্তান্তর করেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হোসনে আরা বেগম।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম বলেন, ‘যে মা সন্তান হারিয়েছেন, যে বোন ভাই হারিয়েছেন, তাদের হৃদয়ের ক্ষত কোনো আয়োজনে পূরণ করা সম্ভব নয়। তবে তারা যে স্বপ্ন নিয়ে আন্দোলনে নেমেছিলেন, যদি আমরা সে স্বপ্নের দেশ গড়ে তুলতে পারি, তাহলেই তাদের ত্যাগ সার্থক হবে। তাদের রক্তই আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা।’
অনুষ্ঠানে শহিদ পরিবারদের পক্ষে মাদরাসার ছাত্র শহিদ আদিলের পিতা আবুল কালাম আজাদ গণঅভ্যুত্থানে শহিদ পরিবার এবং আহতদের বিপদে আপদে পাশে থাকার জন্য জেলা প্রশাসক জাহিদুল ইসলামকে ধন্যবাদ জানান।
ডিসিকে নিজেদের পরিবাবেরই একজন সন্তান উল্লেখ করে নারায়ণগঞ্জ জেলার প্রথম শহিদ আদিলের বাবা আবুল কালাম আজাদ বলেন, ‘আমরা জেলা প্রশাসকের কাছে শহিদদের স্মরণে নামফলকসহ স্মৃতিস্তম্ভ নির্মাণ, মামলা পরিচালনায় সহযোগিতা এবং শহিদদের কবর স্থায়ীভাবে চিহ্নিত করার অনুরোধ জানাচ্ছি। আশা করি তিনি আমাদের এই আবদারগুলো অপূর্ণ রাখবেন না।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার উপপরিচালক (উপসচিব) ড. মো. মনিরুজ্জামান, জেলা সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রসিকিউশন) ইব্রাহীম, জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মাওলানা মঈন উদ্দিন আহমেদ, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, ইসলামী আন্দোলনের মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ ও গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী তরিকুল সুজন।
সারাবাংলা/ইউজ/পিটিএম