Sunday 20 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নয়াদিল্লিতে পররাষ্ট্রমন্ত্রীর প্রথম সফর


১৪ জানুয়ারি ২০১৯ ২১:৩৮

ছবি: ফাইল

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: ভারতের আমন্ত্রণে নয়াদিল্লিতে প্রথম সফরে যাবেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। তবে কবে নাগাদ এই সফর হবে তার দিনক্ষণ এখনও ঠিক হয়নি।

সোমবার (১৪ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমকর্মীদের তিনি বলেন, ভারতের সঙ্গে আমাদের খুব ভালো সম্পর্ক বিরাজ করছে। আমি দায়িত্ব নেওয়ার পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ অভিনন্দন জানিয়েছেন। নয়াদিল্লি সফরের আমন্ত্রণ জানিয়ছেন। এখনও দিনক্ষণ ঠিক হয়নি তবে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম বিদেশ সফরে নয়াদিল্লিই যাচ্ছি।

একাদশ সংসদের সরকার গঠনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সবার আগে টেলিফোনে অভিনন্দন জানান।

এর আগে, ২০১৪ সালে সুষমা স্বরাজ ভারতের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর ওই বছরের ২৫ জুন প্রথম ঢাকায় সফরে আসেন তিনি।

সারাবাংলা/জেআইএল/এটি

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর