ভবিষ্যতের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে চাই: তৌফিক-ই ইলাহী
১৫ জানুয়ারি ২০১৯ ১৭:৫৫
।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
ঢাকা: দেশের উন্নয়নে সবাইকে সৃষ্টিশীল কর্ম ও চিন্তা কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই ইলাহী চৌধুরী।
তিনি বলেন, ‘আমাদের সেবা পৌঁছাতে হবে জনগণের দোরগোড়ায়। আমরা ভবিষ্যতের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে চাই। এ জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’
মঙ্গলবার (১৫ জানুয়ারি) দুপুরে রাজধানীর বিদ্যুৎ ভবনে প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা হিসেবে পুনঃনিয়োগ পাওয়ায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) পক্ষ থেকে দেওয়া সংবর্ধনার জবাবে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা বলেন, ‘বঙ্গবন্ধু সারাজীবন মানুষের ভাগ্য-উন্নয়নে কাজ করেছেন। তাই আমরা যদি সাধারণ মানুষের জীবনের উন্নয়নে কাজ করি, এটা জীবনের পাথেয় হয়ে থাকবে।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত ১০ বছরে বিদ্যুৎ খাতে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে পিডিবি চেয়ারম্যান খালিদ মাহমুদের পরিচালনায় আরও বক্তব্য রাখেন বিদ্যুৎ ও জ্বালানি সচিব আহমেদ কায়কাউস।
সারাবাংলা/এইচএ/এমএনএইচ